দুর্দান্ত ফিচার নিয়ে ভারতে লঞ্চ হয়েছে Mi Smart Band 5।
গত কাল ভারতে বাজারে লঞ্চ হয়েছে Mi Smart Band 5 ডিভাইস। এটিকে স্মার্টার লিভিং ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হয়েছে। Mi Smart Band 5 টিকে কিছু দিন আগেই চিনের বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার এটিকে ভারতের বাজারে আনা হল।
কোম্পানি এই স্মার্ট ব্যান্ডটিকে Mi Smart Band 4 এর উপগ্রেড ভার্সন হিসাবে লঞ্চ করেছে। এই স্মার্ট ব্যান্ডের মাধ্যমে আপনি আপনার হার্ট রেট ও স্লিপ রেট মনিটর করতে পারবেন। এর মধ্যে রয়েছে এমোলেড কালার ডিসপ্লে, ১১ প্রফেশনাল স্পোর্টস মোড, ওমেন হেল্থ ট্র্যাকিং-এর মত ফিচার। এই ডিভাইসটিকে আপনি সিঙ্গেল চার্জ-এ ১৪দিন পর্যন্ত চালাতে পারবেন।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
Mi Smart Band 5 ফিচার
এর আগে লঞ্চ হওয়া Mi Smart Band 4 দেওয়া হয়েছিল ০.৯৫ইঞ্চির ডিসপ্লে। কিন্তু Mi Smart Band 5 স্মার্ট ব্যান্ডটির মধ্যে দেওয়া হয়েছে ১.১ ইঞ্চির এমোলেড কালার ফুল টাচ ডিসপ্লে। এর ডিসপ্লে রেজুলসন ২৯৪পিক্সেল বাই ১২৬পিক্সেল, ১৬বিট কালার ও ৪৫০ নিটস ব্রাইটনেস।
নতুন এই স্মার্টব্যান্ডটিতে ১১টি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। যেগুলি হল এলিপটিক্যাল, রানিং, সাইকেলিং, ট্রেডমিল, বাইকিং, ফ্রিষ্টাইল, ফুল সুইমিং, রোইং মেশিন, ইনডোর সাইকেলিং ও যোগ ব্যায়াম। এছাড়া মেয়েরা এই ব্যান্ডের সাহায্যে তাদের ঋতুস্রাব চক্র ট্রাক করতে পারবে।
এর মধ্যে রয়েছে স্লিপ রেট মনিটর সেন্সর, যার সাহায্যে নিজের ঘুমকে ট্রাক করা যাবে। এই ব্যান্ডটি আপনার ঘুমোনর ডেটা কালেক্ট করে, আপনাকে জানিয়ে দেবে যে আপনি কিভাবে আরও ভাল ভাবে ঘুমাতে পারবেন। এই ফিটনেস ব্যান্ডটি নিয়মিত ব্যবহার করলে ১৪ দিনের ব্যাটারি লাইফ এবং পাওয়ার সাশ্রয় মোডে ২১ দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে। ২ঘণ্টার কম সময়ের মধ্যে Mi Smart Band 5 টি ফুল চার্জ হয়ে যাবে।
এটি লিঙ্গ, বয়স, হার্ট রেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্ট গগনা করতে সক্ষম। এই স্মার্ট ব্যান্ডটিকে ৫০মিটার গভীর জলেও বেবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ ৬০০০এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে আসতে চলেছে Samsung Galaxy F41 স্মার্টফোন।
Mi Smart Band 5 দাম
ভারতে মি Smart Band 5 ডিভাইসটির দাম রাখা হয়েছে ২,৪৯৯ টাকা। এটি কালো, নেভি ব্লু, টিল, বেগুনি এবং কমলা রঙে কিনতে পারবেন। এই ফিটনেস ব্যান্ডটি আগামী ১লা অক্টোবর থেকে Mi.com এবং Amazon.in বিক্রি করা হবে। এটি খুব শীঘ্রই খুচরা দোকান এবং Mi হোম স্টোরগুলিতে উপলব্ধ করা হবে।