Site icon Technology News

Mi Smart Band 7 লঞ্চ হল, রয়েছে 120টি স্পোর্টস মোড এবং দুর্দান্ত ব্যাটারি

Mi Smart Band 7 and Redmi Buds 4 Pro

Mi Smart Band 7 and Redmi Buds 4 Pro

Mi Smart Band 7 এবং Redmi Buds 4 Pro ইয়ারফোন গত মঙ্গলবার বাজারে লঞ্চ হয়েছে। ফিটনেস ব্যান্ড স্ট্যান্ডার্ড এবং NFC মডেলে পাওয়া যাচ্ছে। Mi Smart Band 7 টিতে একটি বড় AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে।

 
 
শুধু তাই নয়, পরিধানযোগ্য অনেকগুলি স্বাস্থ্য পর্যবেক্ষণ ফিচার যেমন হার্ট রেট মনিটর, SpO2 মনিটর ইত্যাদি। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর দাম কত এবং কি কি ফিচার রয়েছে।
 
চীনের বাজারে Mi Smart Band 7 এবং NFC সংস্করণের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম যথাক্রমে 249 ইউয়ান (প্রায় 2,900 টাকার মত) এবং 299 ইউয়ান (ভারতীয় মুল্যে প্রায় 3,500 টাকার মত)। দুটি ভেরিয়েন্টই এখন প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ হয়েছে। আগামী 31শে মে থেকে এর বিক্রি শুরু হবে। কালো, নীল, সবুজ, কমলা, গোলাপী এবং সাদা এই ছয়টি কালারে পাওয়া যাচ্ছে।

 

Mi Smart Band 7 এর ফিচার

এই নতুন স্মার্ট ব্যান্ডটি হলো এমআই স্মার্ট ব্যান্ড 6 এর উত্তরসূরী। এতে রয়েছে 1.62 ইঞ্চির ফুল স্ক্রিন টাচ অলওয়েজ অন অ্যামোলেড ডিসপ্লে। ফলে আগের তুলনায় এর ডায়ালের দৃশ্যমানতা আরো ২৫ শতাংশ বেশি। এর স্ক্রীন রেজুলসন 192 পিক্সেল বাই 490 পিক্সেল এবং পিক ব্রাইটনেস 500 নিট।
এটি একক চার্জে 14 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে। জল থেকে সুরক্ষা দিতে এটির মধ্যে 5ATM রেটিং রয়েছে। এছাড়া এতে রয়েছে কল এবং মেসেজ নোটিফিকেশন। কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে Bluetooth 5.2 ভার্সন।
নতুন এই স্মার্ট ব্যান্ডে একাধিক হেলথ ফিচার যেমন হার্ট রেট মনিটর ফিচার, SpO2 মনিটর ফিচার, স্লিপ মনিটর, মহিলা হেলথ ট্র্যাকার ফিচার রয়েছে। আবার ফিটনেস এর জন্য এতে রয়েছে 120টি স্পোর্টস মোড। এর মধ্যে থাকছে ইনডোর ট্রেনিং, জিমনাস্টিক স্কিপিং, টেনিস, জুম্বা ইত্যাদি। এই ডিভাইসটিতে 100টিরও বেশি কাস্টমাইজেবল ব্যান্ডফেস দেওয়া হয়েছে।
Exit mobile version