Micromax In 1 ফোনটিকে আজ লঞ্চ করা হয়েছে, দাম ১০ হাজার টাকার কম
Micromax In 1 ফোনের ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে গ্রাহকদের মধ্যে কৌতূল জেগেছে। শেষমেশ এই ফোনের ফিচার্স সোশ্যাল মিডিয়ায় লিক হল। বাজেট সেগমেন্টেই আনা হবে Micromax In 1 ফোনটিকে।
মাইক্রোম্যাক্স In Series-এর নতুন স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হতে চলেছে। কোম্পানি গতকালই ফোনটি লঞ্চ ডেট ঘোষণা করেছে। 19 মার্চ ভারতের বাজারে লঞ্চ হচ্ছে Micromax In 1 ফোনটি। কোম্পানি গতকাল ফোনটির লঞ্চ ডেটের ঘোষণা করলেও, ফোনটির সম্ভাব্য ফিচার্স এবং স্পেসিফিকেশনস সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুনঃ Poco X3 ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে বিগ ডিস্কাউন্ট অফার, দেখুন দাম ও ফিচার
Bachnaaa Aee Hasinooo lo main aa gya 😎#IN1 #INMobiles #INdiaKeLiye #MicromaxIsBack pic.twitter.com/aiVOMYplaU
— IN by Micromax (@Micromax__India) March 14, 2021
Micromax-এর এই স্মার্টফোনে থাকবে MediaTek Helio G80 প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ নিয়ে আসবে। 19 মার্চ একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে ফোনটিকে লঞ্চ করতে চলেছে Micromax কোম্পানি।
Micromax-এর এই নতুন স্মার্টফোনটির বিক্রয় 26 মার্চ দুপুর 12 টা থেকে শুরু হবে। এটি ফ্লিপকার্ট এবং Micromax-এর অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রয়ের জন্য উপলব্ধ করা হবে।
ফোনটির 4GB র্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 9,999 টাকা এবং 6GB র্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 11,499 টাকা।
Micromax In 1 ফোন ফিচার
Micromax In 1 ফোনে থাকছে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলসন হতে পারে 1080 পিক্সেল বাই 2340 পিক্সেল এবং 20:9 এস্পেক্ট রেসিও।
আরও পড়ুনঃ Redmi Note 10 Pro Max ফোনটির প্রথম সেল ১৮ই মার্চ, দেখুন দাম ও ফিচার
এই ফোনে থাকছে একটি শক্তিশালী 5000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশিই ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউটও থাকবে। ফোনটির মধ্যে ডুয়েল ন্যানো সিম লাগানো যাবে। ফোনটি 4G না 5G নেটওয়ার্ক সাপোর্ট-এর সাথে আসবে সেই সম্পর্কে কোন সঠিক তথ্য জানা যায়নি।
Taiyyar ho jao, India Ka Naya Blockbuster, #IN1 is coming soon! Made in India, directed by Indians, starring the Indian Superstar! Releasing next Friday, 19th March, matinee show! 🎬🍿#INMobiles #INdiaKeLiye pic.twitter.com/6en3nfCiJG
— IN by Micromax (@Micromax__India) March 13, 2021
ক্যামেরার কথা বললে, এতে থাকতে পারে কোয়াড ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য থাকতে পারে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটির পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Micromax-এর এই ফোনে থাকতে পারে MediaTek Helio G80 প্রসেসর এবং অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকতে পারে Android 10 । ফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসতে চলেছে।
আরও পড়ুনঃ 5G সাপোর্ট এর সাথে খুব শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy A82