মোদী সরকার নিয়ে এসেছে শিক্ষার্থীদের জন্য APAAR Card, ছাত্রদের সব তথ্য থাকবে এক জায়গায়

বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, এবার সারা দেশের ছাত্রছাত্রীদের জন্য APAAR আইডি করা হবে, জেনে নিন বিস্তারিত

APAAR ID

আপার আইডি এর নাম হবে APAAR ID। AAPAR এর সম্পূর্ণ অর্থ হল ‘অটোমেটিক পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি’। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই আইডি কার্ড তৈরির পিছনে উদ্দেশ্য হল প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের, শিক্ষাবিদ থেকে শুরু করে ক্রীড়া দক্ষতা সমস্ত ছোট-বড় প্রতিটি তথ্য এক জায়গায় পাওয়া যাবে। যা শিক্ষার্থীদের রেকর্ড বজায় রাখতে সাহায্য করবে। শিক্ষার্থীর প্রাপ্ত বৃত্তির মতো তথ্যের পাশাপাশি কোনো কোর্সের সমস্ত ক্রেডিটও অন্তর্ভুক্ত থাকবে এতে। এই ক্রেডিটগুলি সরাসরি অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটসের (ABC ID) সাথে লিঙ্ক করা হবে এবং এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা যাবে। চলুন এখন এই APAAR কার্ডের বিষয়ে বিশদ জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ

APAAR ID কার্ড কী?

অপার আইডির ধারণাটি আধার কার্ডের অনুরূপ, যেখানে একজন শিক্ষার্থীর জন্য একটি অনন্য ১২ সংখ্যার ইউনিক নম্বর বরাদ্দ করা হবে। এই নাম্বারটি স্কুল, কলেজ,এবং স্নাতকোত্তর স্তরে সমস্ত বয়সের ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক রেকর্ড ট্র্যাক করার জন্য বেবহার করা হবে। এক্ষেত্রে একজন শিক্ষার্থী একটি সেমিস্টার বা একটি কোর্স সম্পূর্ণ করলে, তার সংশ্লিষ্ট ক্রেডিটগুলি সরাসরি এবিসি-তে প্রতিফলিত হবে। এতে করে তারা পূর্ববর্তী শিক্ষার স্বীকৃতি বা বৈধতা নিয়ে চিন্তা না করে ভারতের যেকোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করতে পারবে।

APAAR আইডি সরাসরি DigiLocker-এ দেখা যাবে

ডিজিলকারের শিক্ষা (education) বিভাগে অপার আইডি, এবিসি আইডি হিসাবে দেখাবে। তবে এই আইডির রেজিস্ট্রেশনের জন্য বৈধ আধার কার্ড থাকতে হবে, সাথে ডিজিলকারে অ্যাকাউন্ট বানাতে হবে। এর তথ্য সময়ে সময়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা আপডেট করা হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সমস্ত রাজ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অপার কার্ড ব্যবহার শুরু করতে বলা হয়েছে। তবে, মনে রাখবেন যে আইডি বানানোর বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা অভিভাবকদের সম্মতি নিয়ে এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে, আবার ইচ্ছা হলে অপার আইডি থেকে আউট হতে পারবে।

কীভাবে APAAR-এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে?

আরও পড়ুনঃ

Exit mobile version