Moto E32s- Motorola এই মাসের শুরুতে ইউরোপের বাজারে তাদের নতুন মোবাইল ফোন Moto E32 লঞ্চ করেছে। এবার কোম্পানি এই ফোনের একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে যার মডেল নাম্বার Moto E32s ।
ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, 16-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, MediaTek Helio G37 চিপসেট এবং 5,000mAh ব্যাটারি। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই নতুন স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
Moto E32s ফোনটি দাম 9999 টাকা। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে এর 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 7785 টাকা। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে। ফোনটি Slate Gray ও Misty Silver কালারে উপলব্ধ রয়েছে।
Moto E32s ফোন ফিচার
Moto E32S ফোনে ফুল এইচডি+ 6.5-ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই x 1,600 পিক্সেল। এর রিফ্রেশ রেট 90 হার্টজ। Moto E32S ফোনে 3GB বা 4GB RAM এবং 32GB বা 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে রয়েছে Android 12 ।
Moto E32s ফোনটি MediaTek Helio G37 চিপসেট দ্বারা চলবে। ফটোগ্রাফির জন্য এর পিছনের ক্যামেরা সেটআপে দেওয়া হয়েছে 16-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ভিডিও কল এবং সেলফির জন্য ফোনের সামনে পেয়ে যাবেন একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
সিকুরিটির জন্য এই ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া এতে Wi-Fi, VoLTE, ব্লুটুথ 5.0 ভার্সন এবং IP68 রেটিংযুক্ত জল এবং ধুলো প্রতিরোধী চ্যাসিস রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটির ওজন 185 গ্রাম।
আপনাদের জানিয়ে রাখি যে Motorola Moto E32s-এর স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রায় Moto E32 ফোনের মতই। শুধুমাত্র পার্থক্য এর চিপসেট বিভাগে। Moto E32 Unisoc T606 চিপসেট দ্বারা চালিত, এবং E32S এ একটি MediaTek Helio G37 প্রসেসর রয়েছে।