Bangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaSmartphonetechtech news todaytech worldtrending tech news

Moto G Play 2023 স্মার্টফোন লঞ্চ হল, রয়েছে 5000mAh-এর ব্যাটারি এবং 16MP ক্যামেরা

Motorola কোম্পানি মার্কিন বাজারে নিয়ে এসেছে নতুন Moto G Play 2023 স্মার্টফোন। Motorola Snapdragon 460 SoC এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন সহ একটি বাজেট 4G Moto G Play 2021 স্মার্টফোন হিসাবে গত বছর মার্কিন বাজারে লঞ্চ করেছে। 

Moto G Play 2023

Motorola কোম্পানি মার্কিন বাজারে নিয়ে এসেছে নতুন Moto G Play 2023 স্মার্টফোন। Motorola Snapdragon 460 SoC এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন সহ একটি বাজেট 4G Moto G Play 2021 স্মার্টফোন হিসাবে গত বছর মার্কিন বাজারে লঞ্চ করেছে। 

 
এখন কোম্পানি তার আপগ্রেড ভার্সন নিয়ে হাজির হয়েছে। আসুন জেনে নেই এই নতুন স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Moto G Play 2023 ফোন ফিচার

মোটো G Play (2023) আপনি পেয়ে যাবেন 6.5-ইঞ্চির IPS TFT LCD HD+ পাঞ্চ-হোল ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1600 পিক্সেল, 90 হার্টজ রিফ্রেশ রেট। কাটআউট রয়েছে।  এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের এবং তৃতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের। ফোনটির সামনে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 
 
প্রসেসরের জন্য Moto G Play (2023) ফোনে MediaTek Helio G37 চিপসেট বেবহার করা হয়েছে। ফোনটিতে পেয়ে যাবেন 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। অপারেটিং সিস্টেমের এই Motorola ফোনটি Android 12-এ কাজ করবে।
 
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং সিকুরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
 

Related Articles

Back to top button