দুর্দান্ত ক্যামেরা নিয়ে বাজারে আসতে চলেছে Moto G10 Power এবং Moto G30 স্মার্টফোন
দুর্দান্ত ক্যামেরা এবং বড় ডিসপ্লে নিয়ে ৯ মার্চ ভারতের বাজারে আসতে চলেছে Moto G10 Power এবং Moto G30 স্মার্টফোন। ফোন দুটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে বিক্রি করা হবে।
ই-কমার্স সাইট Flipkart থেকে মোটোরোলা কোম্পানির জি সিরিজের দুটি ফোনের টিজার প্রকাশ করা হয়েছে। এদিকে Motorola India-র পক্ষ থেকে প্রকাশিত হয়েছে নতুন Moto G সিরিজের লঞ্চ ডেট।
আরও পড়ুনঃ আরও একবার দাম কমানো হয়েছে Poco C3 ফোনের, দাম শুরু 6,999 টাকা থেকে
আপনাদের জানিয়ে রাখি যে, গতমাসে ইউরোপের বাজারে লঞ্চ হয়েছিল Moto G10 এবং Moto G30 ফোন দুটি। এবার এই দুটি ফোনকেই এবার ভারতের বাজারে আনা হচ্ছে। যদিও ভারতে Moto G10 ফোনটি ‘Power’ ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ হবে।
মোটোরোলা ইন্ডিয়ার একটি টুইটে দেখানো হয়েছে যে, Moto G10 Power এবং Moto G30 আগামী 09 মার্চ দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে। এই ফোন দুটিকে ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে বিক্রি করা হবে। এই ফোনে Android 11, থিঙ্কশিল্ড সিকিউরিটি, পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সেটআপ। মোটোরোলা কোম্পানি এই ফোনগুলির জন্য ‘Asliallrounder’ হ্যাশট্যাগ ব্যবহার করেছে।
Moto G10 Power এবং Moto G30 এর ফিচার
ফিচারের কথা বললে Moto G10 Power ফোনে থাকবে 720 পিক্সেল বাই1600 পিক্সেল স্ক্রীন রেজুলসনযুক্ত 6.5 ইঞ্চি এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, 4GB RAM, 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, অক্টাকোর Snapdragon 490 প্রসেসর, 48 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, 08 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি।
আরও পড়ুনঃ ১০,০০০ টাকার মধ্যে নতুন Moto E7 Plus স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার।
এদিকে Moto G30 ফোনে দেওয়া হবে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লে। ফোনটি 20W ফাস্ট চার্জিং সাপোর্ট ও 5000mAh ব্যাটারির সাথে আসছে। ফোনটির অন্যান্য ফিচার গুলি হল অক্টাকোর Snapdragon 662 প্রসেসর, 64 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Moto G10 Power এবং Moto G30 ভারতে দাম
ফোন দুটির লঞ্চ ডেট জানা গেলেও ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। তবে ইউরোপের বাজারে এই দুটি ফোনের দাম থেকে কিছু ধারণা পেতে পারি।
ইউরোপে Moto G10 ফোনটির দাম 150 ইউরো থেকে শুরু হয়েছে (যা ভারতীয় মুদ্রায় প্রায় 13,260 টাকা)। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে Moto G30 ফোনটির 4GB RAM ও 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে 180 ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় 15,900 টাকা)।
আরও পড়ুনঃ 7 হাজার টাকার কমে লঞ্চ হতে পারে Gionee Pro Max স্মার্টফোন।