Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaNewsSmartphoneTech NewsTech News Banglatech news todayTechnology Newstrending tech news

Moto G14 স্মার্টফোন লঞ্চ হল, রয়েছে 50MP ক্যামেরা এবং Dolby স্পিকার

মোটোরোলা ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন বাজেট রেঞ্জের Moto G14 স্মার্টফোন। ফোনটিকে 10 হাজার টাকারও কম মূল্যে আনা হয়েছে।

Moto G14 Smartphone

মোটোরোলা ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন বাজেট রেঞ্জের Moto G14 স্মার্টফোন। ফোনটিকে 10 হাজার টাকারও কম মূল্যে আনা হয়েছে। এই স্মার্টফোনটি গত জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Moto G13-এর উত্তরসূরি হিসাবে এসেছে। এতে আরও উচ্চতর রেজোলিউশনের ডিসপ্লে এবং দ্রুততর চিপসেটের মতো বেশ কয়েকটি ফিচারে আপগ্রেড করা হয়েছে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Moto G14 ফোনে আপনি পেয়ে যাবেন Unisoc প্রসেসর, ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh-এর ব্যাটারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নতুন মোটোরোলা ফোনটির দাম, উপলব্ধতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

Motorola Moto G14 ফোনটিকে একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে আনা হয়েছে, যার মধ্যে রয়েছে 4GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এর দাম রাখা হয়েছে মাত্র 9999 টাকা। ফোনটিকে স্টিল গ্রে বা স্কাই ব্লু কালারে ক্রয় করা যাবে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এই ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। ফোনটিকে আগামী 8ই আগস্ট থেকে কোম্পানির ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট (https://www.motorola.in/), ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

Motorola Moto G14 ফোন ফিচার

এই ফোনে আপনি পেয়ে যাবেন 6.5 ইঞ্চির পাঞ্চ-হোল ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। ফোনটিতে 4GB এলপিডিডিআর৪এক্স RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এতে ইউনিসক T616 চিপসেট দেওয়া হয়েছে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 02 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে আপনি পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Moto G14 ফোনে 20W চার্জিং সাপোর্ট সহ 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। মোটোরোলার এই ফোনটিতে নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া অডিওর জন্য ডলবি অ্যাটমস-সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। স্প্ল্যাশ প্রতিরোধের জন্য IP52 রেটিং রয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

  • ডিসপ্লে :  6.5 ইঞ্চি
  • ক্যামেরা : 50MP+2MP এবং 8MP সেলফি ক্যামেরা
  • প্রসেসর : Unisoc T616
  • অপারেটিং সিস্টেম : Android 13
  • স্টোরেজ : 128GB
  • র‍্যাম : 4 GB
  • ব্যাটারি : 5000mAh
  • সেন্সর : Fingerprint
  • কানেটিভিটি : 4G, 3G, EDGE, GPRS, Wi-Fi ইত্যাদি

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ