5G5G SmartphoneBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news
Moto G54 5G ফোন লঞ্চ হল 6,000mAh Battery এবং 12GB RAM সহযোগে
Moto G54 5G ফোনটিকে ভারতের বাজারে লঞ্চ হল। এই ফোনটিতে রয়েছে ৫০মেগাপিক্সেলের ক্যামেরা, ৬০০০এমএএইচ এর ব্যাটারি।
Motorola কোম্পানি জানিয়েছিল যে তাদের নতুন 5জি স্মার্টফোন Moto G54 5G ফোনটিকে আগামী ৫ই সেপ্টেম্বর চীনের বাজারে লঞ্চ করা হবে। কিন্তু চীনের বাজারে লঞ্চ হয়ার আগেই ফোনটিকে ভারতের বাজারে লঞ্চ করা দেওয়া হয়েছে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটিকে লাইভ করে দিয়েছে এবং ফোনটির সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম
Motorola G54 5G ফোনটিকে Mint Green, Midnight Blue এবং Pearl Blue কালারে পাওয়া যাবে। ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তাহলে চলুন জেনে নেওয়া যাক Moto G54 5G ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।
Moto G54 5G ফোন ফিচার
- ডিসপ্লেঃ Moto G54 ফোনটিতে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ আসপেক্ট রেশিও সাপোর্ট করবে। এর স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল।
- স্টোরেজ ও র্যামঃ এই ফোনে 8GB RAM বা 12GB RAM ও 128GB ও 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য ফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
- অপারেটিং সিস্টেমঃ পারফরমান্সের জন্য Moto G54 5G ফোনে Android 13 অপারেটিং সিস্টেম বেবহার করা হয়েছে। যা পরে আবার আপডেটও পাবে।
- প্রসেসরঃ ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এইএমজি ভিএক্সএম-8-256 জিপিইউ রয়েছে।।
- ক্যামেরাঃ এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক ওআইএস ফিচারযুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং সাথে ৮ মেগাপিক্সেলের ম্যাক্রো+ ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এতে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারিঃ পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 6000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট, 5G, 4G নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi, 3.5mm অডিও জ্যাক ইত্যাদি ফিচার রয়েছে। সিকুরিটির জন্য এতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে IP54 রেটিং দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি