5G5G SmartphoneBangla Tech Newslatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todayTech Tips Banglatech world

Moto G62 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Motorola কোম্পানি ভারতের বাজারে নিয়ে এসেছে Moto G সিরিজের নতুন স্মার্টফোন Moto G62 5G. ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এ লিস্ট করা হয়েছে।

Moto G62 5G




Moto G62 5G স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 5000mAh-এর ব্যাটারি, 6.55 ইঞ্চির ডিসপ্লে। এছাড়া এতে পেয়ে যাবেন Qualcomm Snapdragon 695 5G প্রসেসর, Android 12 অপারেটিং সিস্টেম, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Moto G62 5G স্মার্টফোনের দাম শুরু 17,999 টাকা। এই দাম ফোনটির 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 19,999 টাকা। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন। ফোনটিকে Midnight Gray এবং Frosted Blue কালারে আনা হয়েছে। 

Moto G62 5G ফোন ফিচার

  • Moto G62 5G ফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.55-ইঞ্চির ফুল-HD+ IPS ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1,080 পিক্সেল বাই 2,400 পিক্সেল, 20:9 এস্পেক্ট রেসিও, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট।
  • পারফরমেন্সের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য রয়েছে Adreno 619 GPU। Moto G62 5G ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজ সহ এসেছে। ডিভাইসটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে।
  • Moto G62 5G ফোনে 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর দ্বারা চালিত একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। বাকি ক্যামেরা সেন্সর দুটি হল 8 মেগাপিক্সেলের ও 5 মেগাপিক্সেলের। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 
  • পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G62 5G ফোনে 5,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 20W Turbo Power ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • সিকুরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এতে 5G, 4G LTE, UMTS, GSM নেটওয়ার্ক সাপোর্ট করবে। এছাড়া এর মধ্যে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক, Bluetooth, Wi-Fi, GPS, ও LED Flash লাইট।
  • এতে রয়েছে Proximity Sensor, Ambient Light Sensor, Accelerometer, Notification LED, Gyroscope, E-Compass ইত্যাদি সেন্সর। ফোনটির ওজন 184 গ্রাম। 
  • ফোনটি IP52 রেটিং প্রাপ্ত, যা ফোনটিকে জল থেকে সুরক্ষিত রাখবে। এতে ফেস আনলক ফিচারও পেয়ে যাবেন। এতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করবে।

Related Articles

Back to top button