Moto G64 5G Phone Offer- Moto G64 5G স্মার্টফোনটিকে দুর্দান্ত ছাড়ে ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে
Moto G64 5G স্মার্টফোনটিকে ১৩,৯৯৯ ও ১৫,৯৯৯ টাকায় আপনি ক্রয় করতে পারবেন।
Moto G64 5G Phone Offer- Moto G64 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে কিছু দিন আগে। Motorola কোম্পানির এই ফোনে রয়েছে 12GB RAM এবং MediaTek Dimensity 7025 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক Moto G64 5G ফোনে কি অফার রয়েছে, এর দাম কত, এবং কি কি ফিচার এর মধ্যে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে
Moto G64 5G স্মার্টফোনকে দুটি ভেরিয়েন্টে আপনি কিনতে পারবেন। এর 8GB RAM মডেলের দাম 13,999 টাকা এবং 12GB RAM মডেলের দাম 15,999 টাকা। কিন্তু এদের আসল দাম যথাক্রমে 17,999 এবং 19,999 টাকা কিন্তু আপনি এই ফোন দুটির উপরে পাচ্ছেন 22% অফ। শপিং সাইট ফ্লিপকার্টে দুটি কালো বিকল্পে পাওয়া যাচ্ছে ফোনটিকে, যেগুলি হল Pearl Blue এবং Ice Lilac ।
Moto G64 5G স্মার্টফোন ফিচার
Motorola G64 5G স্মার্টফোনটি 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সহ 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে সহ উপলব্ধ রয়েছে। এই ফোনটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং IPS প্যানেল দিয়ে তৈরি পাঁচ-হল স্টাইলের ডিসপ্লে রয়েছে এতে। এই ফোনটি ভারতের বাজারে দুটি ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। এর বেস মডেলে 8GB RAM সহ 128GB স্টোরেজ রয়েছে এবং শীর্ষ মডেলে 12GB RAM সহ 256GB স্টোরেজ রয়েছে। এই দুটি ফোনেই 1TB মাইক্রোএসডি কার্ড বেবহার করা যাবে।
Motorola G64 5G ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরম্যান্সের জন্য, এই ফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে যা 2.5 GHz ক্লক স্পিডে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000mAh ব্যাটারি পেয়ে যাবেন। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
G64 5G ফোন ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। F/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের ওআইএস সেন্সর এবং 8 মেগাপিক্সেলের ডেপথ + ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে। Moto G64 5G ফোনে 14 5G ব্যান্ড রয়েছে। এই ফোনে IP52 রেটিং সহ NFC, Bluetooth 5.3 ভার্সন, 3.5mm জ্যাক এবং Dolby Atmos Stereo স্পিকার যুক্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।