5000mAh ব্যাটারি ও ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে বাজারে লঞ্চ হল Moto G9 স্মার্টফোন।
Motorola কম্পানি ভারতের বাজারে নিয়ে এসেছে নতুন বাজেট স্মার্টফোন Moto G9। ফোনটি Moto G সিরিজের আপগ্রেড ভার্সন। এই ফোনটির বিশেষ আকর্ষণ হল এর ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফ্লিপকার্ট এ ফোনটির দাম রাখা হয়েছে 10,999 টাকা। যার মধ্যে রয়েছে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ।
আরও পড়ুনঃ ৫০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হতে চলেছে Moto E7 Plus স্মার্টফোন।
ফোনটি নীল ও সবুজ রঙে পাওয়া যাবে। ফ্লিপকার্ট এ Moto G9 ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হবে আগামী 31 অগাস্ট। তাহলে চলুন একনজরে দেখে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন।
Moto G9 ফোনের স্পেসিফিকেশন
Moto G9 ফোনে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির এইচডি+ ম্যাক্স ভিশন TFT IPS LCD ডিসপ্লে। যার আসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৭%। এর স্ক্রীন রেজুলসন 1600 পিক্সেল বাই 720 পিক্সেল।
এই ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি হল 48 মেগাপিক্সেলের, এছাড়া রয়েছে 02 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং আরেকটি 02 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য সামনে দেওয়া হয়েছে 08 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর মধ্যে এলইডি ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন।
The all-new #motog9 is here with the latest Qualcomm SD 662 processor, 48 MP f/1.7 Triple Camera, 5000 mAh battery with 20W Turbopower™ charging & more! You want it? You got it at just ₹11,499. Sale starts on 31st Aug, 12 PM on @Flipkart! https://t.co/YU7jJEYUO8 pic.twitter.com/GUgCRM0MdZ
— Motorola India (@motorolaindia) August 24, 2020
রিয়ার ক্যামেরায় অটো স্মাইল ক্যাপচার, নাইট ভিশন, এইচডিআর, হাই-রেজুলসন জুম, ম্যানুয়াল মোড, পোর্ট্রেট মোড, প্যানোরামা, কাটআউট, স্পট কালার, লাইভ ফিল্টার, RAW ফটো আউটপুট ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। ফোনটিকে লক করে রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করবে।
আরও পড়ুনঃ আরও একবার দাম কমানো হয়েছে Poco C3 ফোনের, দাম শুরু 6,999 টাকা থেকে
এতে রয়েছে ২ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর। ফোনটিকে 4GB RAM ও 64GB ইন্তারনাল স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে। এতে মেমোরি কার্ড লাগানো যাবে। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্তারনাল স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির মধ্যে Android 10 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।
পাওয়ারের জন্য Moto G9 ফোনে দেওয়া হয়েছে 20W ফাস্ট চার্জিং সহ 5,000mAh নন-রিমুভাল ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 4G VoLTE, 3G, Bluetooth 5.0, Wifi 802.11, GPS, ইউএসবি টাইপ-সি ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনটির ওজন মাত্র 200 গ্রাম।
আরও পড়ুনঃ 7 হাজার টাকার কমে লঞ্চ হতে পারে Gionee Pro Max স্মার্টফোন।
Moto G9 ফোনের দামঃ
Moto G9 ফোনটির দাম রাখা হয়েছে 10,999 টাকা। যার মধ্যে রয়েছে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ।