Motorola E40 ফোনটিকে ফ্লিপকার্ট থেকে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে, রয়েছে দুর্দান্ত ফিচার

আপনি কি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাও আবার 10,000 টাকার মধ্যে। তাহলে আপনি Motorola E40 ফোনটিকে ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারেন। Motorola E40 ফোনটির 4GB+64GB ভেরিয়েন্টটিকে মাত্র 8,599 টাকায় কিনতে পারবেন। 

Motorola E40

Motorola E40 ফোনটির মধ্যে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, UNISOC T700 প্রসেসর, এবং 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি। এতে রয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। চলুন দেখে নেওয়া যাক ফোনটির বিস্তারিত তথ্য।

 
Motorola E40 ফোনটিকে 8,599 টাকা দিয়ে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন। যার মধ্যে রয়েছে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ফোনটির উপরে রয়েছে আট হাজার টাকার এক্সচেঞ্জ অফার। আবার আপনি ফোনটিকে ইএমআই এর মাধ্যমেও ক্রয় করতে পারবেন। ফোনটিকে Carbon Grey এবং Pink Clay কালারে পাওয়া যাচ্ছে।
 
আরও পড়ুনঃ Infinix Zero 30 5G স্মার্টফোন বাজারে শীঘ্রই আসতে চলেছে, রয়েছে দুর্দান্ত ফিচার

Motorola E40 ফোন ফিচার

  • Moto E40 ফোনে 6.5-ইঞ্চির ফুল এইচডি+ IPS LCD Max Vision ডিসপ্লে। যাতে 90 হার্টজ রিফ্রেশ রেট, 20.06:9 অ্যাসপেক্ট রেশিও, এবং 1600 বাই 700 পিক্সেল স্ক্রীন রেজুলসন। 
  • ডিভাইসটি UNISOC T700 প্রসেসর-এ চলবে। এতে পেয়ে যাবেন 4GB RAM এবং 64GB স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
  • Motorola E40 ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলবে।
  • এই ফোনের পিছনের ক্যামেরা সেটআপে একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং আরও একটি 2 মেগাপিক্সেলের লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে পেয়ে যাবেন একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা।
  • এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। 
  • পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola E40 ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে যা USB-C পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির মধ্যে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G নেটওয়ার্ক, Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 5.0 ভার্সন, GPS এবং 3.5mm অডিও জ্যাক। ফোনটির ওজন প্রায় 198 গ্রাম।
 
Exit mobile version