Motorola Edge 40 স্মার্টফোন Dimensity 8020 প্রসেসর সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Motorola Edge 40

Motorola Edge 40

 

Smartphone নির্মাতা Company Motorola অবশেষে ইউরোপের বাজারে Motorola Edge 40 Smartphone লঞ্চ করলো। আপনাদের জানিয়ে রাখি যে ফোনটিকে Company Edge 40 Pro-এর Downgrade Version নিয়ে এসেছে। এই ফোনে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 8020 প্রসেসর, Full HD+ OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের Primary সেন্সর এবং 4400mAh-এর Battery। তাহলে চলুন জেনে নেওয়া যাক Motorola Edge 40 ফোনের Specification, Features এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

 

ইউরোপের বাজারে Motorola Edge 40-এর 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 550 ইউরো (ভারতীয় মুল্যে প্রায় 49,700 টাকার মত)। ফোনটিকে আপনি ভেগান লেদার ফিনিশ সহ Nebula Green ও ইক্লিপস ব্ল্যাক কালারে এবং অ্যাক্রিলিক ফিনিশ সহ Lunar Blue কালারে পেয়ে যাবেন। এই Motorola Edge 40 ফোনটিকে কবে ভারতের বাজারে লঞ্চ করা হবে, সে বিষয়ে কোম্পানি পক্ষে কিছু জানানো হয়নি।

Motorola Edge 40 ফোন ফিচার

আরও পড়ুনঃ Samsung কোম্পানির প্রিমিয়াম 5G স্মার্টফোনে 31 হাজারের বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে, দেখুন কোথায় পাবেন
Exit mobile version