5G5G Smartphonelatest tech newsMobile PhoneMotoMotorolaOfferOffer ZoneSmartphonetech news todaytech worldtrending tech news

MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার

আপনি যদি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট MOTOROLA g73 5G ফোনটির উপরে দিচ্ছে দুর্দান্ত অফার। এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা।

Motorola g73 5G Smartphone
Motorola g73 5G Smartphone

মোটোরোলা কোম্পানি এই ফোনটিকে গত মার্চ মাসে লঞ্চ করেছিল। লঞ্চের সময় ফোনটির দাম ছিল 21999 টাকা। কিন্তু এই মুহূর্তে ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে বিভিন্ন অফারের মাধ্যমে মাত্র 1149 টাকায় কিনতে পারবেন। এই ফোনে আপনি পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি, 8GB RAM, ও 128GB ইন্টারনাল স্টোরেজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটিকে কিভাবে আপনি এত কম দামে কিনবেন।

আরও পড়ুনঃ জেনেনিন কিভাবে বাড়িতে বসে অনলাইনে Ration Card এর সাথে Aadhaar Card লিঙ্ক করবেন।

MOTOROLA g73 5G ফোন অফার

এই ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে। ফোনটি Midnight Blue এবং Lucent White কালারে উপলব্ধ রয়েছে। ফোনটিকে এই মুহূর্তে 22% ছাড় দিয়ে 16999 টাকা দিয়ে কিনতে পারবেন। আপনি যদি ফোনটিকে Flipkart Axis Bank Card দিয়ে ক্রয় করেন তাহলে অতিরিক্ত 5% ক্যাশব্যাক পাবেন। এছাড়া আপনি ফোনটিকে ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। আবার এতে রয়েছে 15850 টাকা অব্দি এক্সচেঞ্জ অফার। অর্থাৎ আপনি যদি আপনার পুরনো ফোনটিকে এক্সচেঞ্জ করে পুরো ভেলু পেয়ে যান তাহলে আপনাকে মাত্র 1149 টাকা পেমেন্ট করতে হবে। এই লিঙ্কে Buy Now গিয়ে আপনি ফোনটিকে ক্রয় করতে পারবেন।

MOTOROLA g73 5G কি কি ফিচার রয়েছে দেখে নিন

মোটোরোলার এই ফোনে আপনি পেয়ে যাবেন 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। এতে আপনি পেয়ে যাবেন 8GB RAM ও 128GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আপনি পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি রয়েছে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের। সেলফির জন্য এই ফোনে আপনি পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরমান্সের জন্য এতে দেওয়া হয়েছে MediaTek Dimensity 930 প্রসেসর।

এতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এছাড়া এতে আপনি পেয়ে যাবেন Wi-Fi, Bluetooth v5.3 ভার্সন, 3.5mm অডিও জ্যাক, এবং ইউএসবি টাইপ সি পোর্ট। সিকুরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে এই ফোনে। ফোনটির ওজন 180 গ্রাম।

আরও পড়ুনঃ Infinix Note 30 5G স্মার্টফোন 108MP ক্যামেরা সহ বাজারে আসতে চলেছে

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ