6.5 ইঞ্চি ডিসপ্লে নিয়ে লঞ্চ হয়েছে Moto E7 স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
স্মার্টফোন নির্মাতা কোম্পানি মোটোরোলা তাদের E সিরিজের নতুন স্মার্টফোন Moto E7 ইউরোপের বাজারে লঞ্চ করেছে। ফোনটিকে নতুন মডেলে বাজারে নিয়ে এসেছে। আগেই কোম্পানি Moto E7 Plus স্মার্টফোনকে বাজারে নিয়ে এসেছে। এবার নিয়ে এলো E7 স্মার্টফোন।
ফোনটির সামনে কোম্পানির লোগো দেওয়া হয়েছে। ফোনটির প্রধান ফিচার হল এর ব্যাটারি ও ডিসপ্লে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির ফিচার ও দাম।
Moto E7 ফোন ফিচার
Moto E7 ফোনটির মধ্যে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ বেজেল লেস ওয়াটারড্রপ নচ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রীন রেজুলসন ৭২০পিক্সেল বাই ১৬০০পিক্সেল এবং ২৭০পিপিআই পিক্সেল ডেনসিটি।
আরও পড়ুনঃ বড় ডিসপ্লে নিয়ে বাজারে লঞ্চ হয়েছে Vivo Y1s স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
ফোনটিকে একটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির মধ্যে Android 10 অপারেটিং সিস্টেম এবং MediaTek Helio G25 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
Moto E7 ফোনে এলইডি ফ্ল্যাশ লাইট সহ ৪৮+০২ মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনে থাকছে ০৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
মোটো E7 ফোনটিতে ডুয়েল ন্যানো সিম, 4G VoLTE নেটওয়ার্ক, ৩.৫মিমি অডিও জ্যাক, Bluetooth v5.0, Wi-Fi Hotspot, GPS, Micro-USB 2.0 ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। পাওয়ারের জন্য এতে থাকছে ৪০০০এমএএইচ এর ব্যাটারি।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
ডিসপ্লে | ৬.৫ ইঞ্চির ওয়াটারড্রপ নচ আইপিএস এলসিডি ডিসপ্লে। |
ক্যামেরা | ৪৮+০২ এমপি রিয়্যার এবং ০৫ এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | ৪০০০এমএএইচ। |
র্যাম | ০২ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ৩২ জিবি |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | মিডিয়াটেক হেলিও জি ২৫ অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 4G |
Moto E7 ফোনের এর দাম
Moto E7 ফোনটির ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১১৯.৯৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০,৫৫০ টাকার মত। ফোনটিকে কবে ভারতের বাজারে লঞ্চ করা হবে সেই সম্পর্কে কোন তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুনঃ খুব শীঘ্রয় ভারতে ফিরে আসছে PUBG গেম, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।