টেক কোম্পানি মোটোরোলা গতকাল বিশ্ব বাজারে নিয়ে এসেছে তাদের নতুন Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra স্মার্টফোন। এবার এই ফোন দুটিকে ভারতের বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি।
কোম্পানির এই নতুন ফোল্ডেবল ফোনে আপনি পেয়ে যাবেন ক্ল্যামশেল ডিজাইন এর P-OLED ডিসপ্লে এবং একটি সেকেন্ডারি ডিসপ্লে। আপনাদের জানিয়ে রাখি যে লঞ্চের সময় কোম্পানি এই ফোন দুটিকে ভারতে আসবে কি না তা জানিনো হয়নি। এবার কোম্পানি মোটোরোলা Razr 40 Ultra-র ভারতে আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছে। তবে ফোনটির দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
Motorola Razr 40 Ultra ফোনটি কবে ভারতে আসবে
Motorola Razr 40 Ultra ফোনটি গত এপ্রিল মাসেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটের অনুমোদন প্রাপ্ত হয়েছে, যা ইঙ্গিত করে যে ফোনটি খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে।
Motorola Razr 40 Ultra ফোন ফিচার
এই ফোনে আপনি পেয়ে যাবেন 6.9 ইঞ্চির পি-ওলেড ডিসপ্লে, যা ফুলএইচডি+ স্ক্রীন রেজোলিউশন এবং 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির সেকেন্ডারি ডিসপ্লেটি 3.6 ইঞ্চির, যা 1056 বাই 1066 পিক্সেল রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 1100 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে এবং এর ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষিত রয়েছে।
ফোনটির রিয়ার প্যানেলে 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এতে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 প্রসেসর এর মাধ্যমে চলবে, এতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। Motorola কোম্পানির Ultra ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3800mAh-এর পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং এবং 5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
কানেক্টিভিটির জন্য এতে পেয়ে যাবেন ডুয়েল-সিম কার্ড (ইসিম+ ন্যানো সিম), 5G নেটওয়ার্ক সাপোর্ট, Wi-Fi 6E, NFS, Bluetooth V5.3 ভার্সন, GPS, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।