Site icon Technology News

বাজারে এলো নতুন Hero Xoom স্কুটি, দেখুন দাম ও ফিচার

Hero Maestro Xoom

Hero Maestro Xoom

Hero Xoom

বেশ কয়েকদিন ধরেই স্কুটার প্রেমীদের কাছে Hero Xoom স্কুটার আলোচনা তুঙ্গে ছিল। এবার Hero MotoCorp অবশেষে মুম্বাইয়ের ভারতীয় বাজারে Xoom 110cc স্কুটারের ডেলিভারি শুরু করে দিয়েছে।

এটি Hero কোম্পানির নতুন স্পোর্টি স্কুটার, যা Maestro Edge, Pleasue Plus ইত্যাদি স্কুটারকে অনায়াসে টেক্কা দিতে পারবে বলে আশা করা হচ্ছে। 

এই Hero Xoom স্কুটারটির মিড-স্পেসিফিকেশনের VX মডেলের দাম রাখা হয়েছে 71799 টাকা (এক্স-শোরুম, দিল্লি )। আবার টপ-স্পেসিফিকেশনের ZX ভ্যারিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 76699 টাকা (এক্স-শোরুম, দিল্লি )। 

আরও পড়ুনঃ Fire Boltt Rocket স্মার্টওয়াচ ব্লুটুথ কলিং ফিচার সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

ভারতীয় বাজারে অটোমেকার এই স্কুটারটি LX, VX এবং ZX ভেরিয়েন্টে লঞ্চ করে দিয়ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নতুন স্কুটারের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

Hero কোম্পানি এই স্কুটারটিকে তিনটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করেছে। এই ভেরিয়েন্ট তিনটি হল LX, VX এবং ZX। সব ভেরিয়েন্টের দাম আলাদা। LX ভেরিয়েন্টের দাম পড়বে 68599 টাকা। আবার Hero Xoom VX এবং ZX ভেরিয়েন্টের দাম পড়বে যথাক্রমে 71799 টাকা এবং 76699 টাকা।

এই স্কুটারটি আপনি স্পোর্টস রেড, ম্যাট অ্যাব্র্যাক্স অরেঞ্জ, পার্ল সিলভার হোয়াইট, ব্ল্যাক এবং পোলেস্টার ব্লু সহ পাঁচটি ডুয়াল-টোন কালারে ক্রয় করতে পারবেন।

Hero Xoom 110cc-এর ফিচার

আরও পড়ুনঃ Redmi Note 12 5G স্মার্টফোন সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ হল 200MP ক্যামেরা সহ

Exit mobile version