Bangla NewsBangla Tech NewsBikeElectric Scooterlatest techlatest tech newslatest technology newsTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

দুর্দান্ত মাইলেজ সহ বাজারে লঞ্চ হল নতুন Komaki Venice ই-স্কুটার

Komaki নিজেদের ইলেকট্রিক স্কুটার Venice এর আপডেটেড ভার্সন লঞ্চ করল। যা একক চার্জে 300 কিমি পথ অতিক্রম করবে।

Komaki Venice- Komaki নিজেদের ইলেকট্রিক স্কুটার Venice এর আপডেটেড ভার্সন লঞ্চ করল। যা একক চার্জে 300 কিমি পথ অতিক্রম করবে। এর দাম ১,৬৭,৫০০ টাকা

Komaki কোম্পানি বাজারে নিজেদের ইলেকট্রিক স্কুটার Venice এর আপডেটেড ভার্সন নিয়ে এসেছে। এই নতুন ভার্সন এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা থেকে। নতুন ভার্সনে বেশ কিছু নতুন সেফটি ফিচার যুক্ত করা হয়েছে সাথে ব্যাটারিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

কোম্পানি এই স্কুটারে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করেছে। এমনকি এই বিশেষ স্মার্ট ব্যাটারি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এই গাড়ির ব্যাটারি খুলে আলাদাভাবে চার্জ করা যাবে।

আরও পড়ুনঃ Infinix Zero 30 5G স্মার্টফোন বাজারে শীঘ্রই আসতে চলেছে, রয়েছে দুর্দান্ত ফিচার

Komaki Venice গাড়ির দাম

Komaki Venice স্কুটারটিকে কয়েকটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রথমেই রয়েছে Venice Sport Classic । এর এক্স শোরুম দাম ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা। এই গাড়িটি একক চার্জে প্রায় ৭৫ থেকে ১০০ কিমি মাইলেজ দেবে। সর্বোচ্চ গতিবেগ ৭০ কিমি প্রতি ঘণ্টা। এর থেকে উন্নত ভার্সন হল Venice Sport। এর রেঞ্জ ২০০ কিমি। সর্বোচ্চ গতিবেগ ৮০ কিমি প্রতি ঘণ্টা। এই গাড়িটির দাম দিতে হবে ১ লক্ষ ৪৯ হাজার ৭৫৭ টাকা (এক্স শোরুম)।

এই সিরিজের টপ মডেলটির জন্য আপনাকে খরচ করতে হবে ১ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা (এক্স শোরুম)। এই গাড়িটি একক চার্জে ৩০০ কিমি পর্যন্ত রাস্তা পাড়ি দিতে পারবে। এর সর্বোচ্চ গতিবেগ ৮০কিমি পার ঘণ্টা।

2023 Komaki Venice স্পেসিফিকেশন

Komaki কোম্পানির দাবি এই গাড়িতে নতুন ধরনের ব্যাটারি লাগানো হয়েছে, এতে লোহার ভাগ নিশ্চিত রূপে থাকায় চরমতম আবহাওয়ার মধ্যেও আগুনের থেকে সুরক্ষিত থাকার নিশ্চয়তা রয়েছে। ফলে পূর্বের তুলনায় এই ব্যাটারির অগ্নি প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি।

এই স্কুটারে ব্যবহৃত আপডেটেড ভার্সন ব্যাটারি ৫ ঘন্টার কম সময়েই সম্পূর্ণভাবে চার্জ করা সম্ভব। কোম্পানি দাবি করেছে যে, সাধারণ পোর্টেবল চার্জারের মাধ্যমে মাত্র ৪ ঘন্টা সময়ের মধ্যেই ০-৯০% পর্যন্ত চার্জ করা যাবে। এছাড়াও নতুন বৈশিষ্ট্য হিসেবে এই স্কুটারে টিএফটি ডিসপ্লে যুক্ত লাগানো হয়েছে। যার মাধ্যমে নেভিগেশন সিস্টেম, সাউন্ড সিস্টেম এবং কল করার সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও, এই ইলেকট্রিক স্কুটারে এখন থেকে অতিরিক্ত উজ্জ্বল এলইডি লাইট সিস্টেম, ৩০০০ ওয়াটের মোটর হাব, ৫০ অ্যাম্পিয়ারের কন্ট্রোলার, রিভার্স মোড, ইকো, স্পোর্টস ও টার্বো মোড দেওয়া হয়েছে। Komaki এর এই ইলেকট্রিক স্কুটারটি শক্তিশালী স্টিলের ফ্রেমের উপর তৈরি, যা রাইডারকে বাড়তি সুরক্ষা দেবে। পাশাপাশি স্প্লিট সিট সেটআপ, উন্নত সাসপেনশন, উভয় দিকের ফুট রেস্ট, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ ডুয়েল ডিস্ক ব্রেক পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ