latest techlatest tech newsRation Cardtechtech guideTech Tips Banglatech worldtrending tech news

New Ration Card Apply- পরিবারের নতুন সদস্যের Ration Card করতে চান? জেনেনিন পদ্ধতি

পরিবারের নতুন সদস্যের Ration Card করার জন্য আপনাকে ৪নং ফর্ম ফিলাপ করতে হবে।

New Ration Card Apply- পশ্চিমবঙ্গ সরকার নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা খুব সহজ করে দিয়েছে। এটি করার মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গ খাদ্যা সাথী প্রকল্পের অধীনে যে সমস্ত সুবিধা পাওয়ার অধিকারী তা আপনি পাবেন।

 
New Ration Card Apply

 

এই প্রতিবেদনে আপনি কীভাবে আপনার পরিবারের জন্য নতুন ডিজিটাল রেশন কার্ড আবেদন করবেন সে সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন। পরিবারের নতুন সদস্যের রেশন আবেদন করার জন্য আপনাকে অনলাইনে ৪নং ফর্ম ফিলাপ করতে হবে।
 
আপনার পরিবারে নতুন সন্তানের জন্ম হয়েছে বা কোন সদস্যের রেশন কার্ড হয়নি, তাহলে এই নতুন সদস্যের রেশন কার্ড আপনি অনলাইনে বাড়িতে বসেই আবেদন করতে হবে। এর জন্য আপনাকে কোন অফিসের চক্কর কাটতে হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন।

New Ration Card Apply Online

প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে, আপনি যদি নতুন সদস্যের নাম আপনার পরিবারের সাথে যুক্ত করতে চান তাহলে আপনার রেশন কার্ড-এ মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনার রেশন কার্ড-এ মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে প্রথমে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে। রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনি অনলাইন থেকে করতে পারবেন।
 
নতুন সদস্যের রেশন কার্ড আবেদন করার জন্য আপনাকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (https://food.wb.gov.in/) খুলতে হবে। এরপর আপনাকে Common Application Form সিলেক্ট করতে হবে। এবার For Common Application Form অপশন এ ক্লিক করতে হবে। অথবা আপনি Old Website অপশন এ গিয়ে Service থেকে Ration Card-এ গিয়ে Apply Online থেকে ৪নং ফর্মকে সিলেক্ট করতে হবে।
 
এবার আপনাকে মোবাইল নাম্বার দিয়ে Get OTP-তে ক্লিক করতে হবে। তবে হ্যাঁ আপনাকে সেই মোবাইল নাম্বারটি দিয়ে হবে যেটা আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে। এবার আপনার ফোনে একটি ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। এবার আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে।
 
এখান থেকে আপনাকে Apply For Form-4 এ Apply Now অপশন এ ক্লিক করতে হবে। আবার যে সদস্যের নাম যুক্ত হবে সেই সদস্যের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, আধার নাম্বার দিয়ে নেক্সট করতে হবে। এবার তার আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট স্ক্যান করে উপলোড করতে হবে। আবার নতুন ওটিপি পাঠিয়ে সাবমিট করতে হবে।

নতুন রেশন কার্ড আবেদনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য

New Ration Card Apply Online- আপনাদের জানিয়ে রাখি যে, আপনার নতুন সদস্যের যদি বয়স পাঁচ বছরের নিচে হয় তাহলে জন্ম সার্টিফিকেট উপলোড করলে হবে। আর যদি পাঁচ বছরের উপরে হয় তাহলে আধার কার্ড উপলোড করতে হবে। এরপর নতুন কার্ড হয়ে যাওয়ার পর আপনাকে রেশন কার্ড এর সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। যদি আধার লিঙ্ক না করেন তাহলে আপনি রেশন তুলতে পারবেন না।

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ