Noise X-Fit 2 স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Noise X-Fit 2 স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল। কোম্পানির মতে, এই ঘড়িটি একবার চার্জে 30 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং 7 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে। এই স্মার্টওয়াচটিতে আপনি পেয়ে যাবেন 1.69-ইঞ্চির ডিসপ্লে।

 
Noise X-Fit 2 Smartwatch
ঘড়িটিতে বেশ কয়েকটি স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকার রয়েছে। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন SpO2 সেন্সর এবং স্লিপ মনিটর ফিচার। জেনে নেওয়া যাক Noise X-Fit 2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
ভারতের বাজারে Noise X-Fit 2 স্মার্টওয়াচটির দাম 3,999 টাকা। তবে এটিকে এই মুহূর্তে 1,999 টাকার একটি বিশেষ অফারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটিকে কালো, সিলভার গ্রে এবং স্পেস ব্লু রঙে পাওয়া যাচ্ছে।
 
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Noise X-Fit 2 স্মার্টওয়াচ ফিচার

  • নয়েজ X-Fit 2 স্মার্টওয়াচটি 240 পিক্সেল বাই 280 পিক্সেল রেজোলিউশন সহ 1.69-ইঞ্চি এলসিডি ডিসপ্লে সহ বাজারে লঞ্চ হয়েছে। 
  • ঘড়িটি সাতটি স্পোর্টস মোড এবং বেশ কয়েকটি স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকিং ফিচার সহ এসেছে। 
  • এতে অপটিক্যাল হার্ট রেট এবং SpO2 সেন্সরও রয়েছে। এছাড়াও ঘড়িটির মধ্যে রয়েছে ক্যালোরি বার্ন, স্লিপ ট্র্যাকার, স্টেপ কাউন্টার ইত্যাদি ফিচার। 
  • এতে অ্যালার্ম, ক্যালেন্ডার, রিমাইন্ডার কল এবং এসএমএস রিপ্লাই, ফাইন্ড মাই ফোন, রিমোট মিউজিক কন্ট্রোল, টাইমার ইত্যাদি ফিচার আপনি পেয়ে যাবেন।
  • দ্রুত সংযোগের জন্য এতে Bluetooth V5 ভার্সন ব্যবহার করা হয়েছে। ঘড়িটি iOS এবং Android ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে কাজ করবে। 
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে 260mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা আড়াই ঘণ্টায় ফুল চার্জ হয়ে যাবে। ঘড়িটি একবার চার্জে 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আবার এটি 30 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে। 
  • ঘড়িটি IP68 রেটিং সহ বাজারে এসেছে। যা জল থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখবে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Exit mobile version