Gadgetslatest techlatest tech newslatest technology newsNoiseSmartwatchtech news todaytech worldtrending tech newsWatch

NoiseFit Vortex স্মার্টওয়াচ অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল, দাম মাত্র 2999 টাকা

NoiseFit Vortex স্মার্টওয়াচ

NoiseFit Vortex স্মার্টওয়াচ- ভারতের বাজারে Noise কোম্পানি নিয়ে এসেছে নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম NoiseFit Vortex । এই ডিভাইসটিকে মাত্র 2999 টাকায় কেনা যাবে।

 

NoiseFit Vortex

আরও পড়ুনঃ Realme 11 Pro সিরিজ স্মার্টফোন লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

এই নতুন ঘড়িটিতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এছাড়া এতে আপনি পেয়ে যাবেন একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড সাপোর্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন NoiseFit Vortex স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

NoiseFit Vortex স্মার্টওয়াচ ফিচার

নতুন এই NoiseFit Vortex স্মার্টওয়াচ-এ আপনি পেয়ে যাবেন 1.46 ইঞ্চি গোলাকৃতির অ্যামোলেড ডিসপ্লে। ঘড়িটির ডান ধারে দেওয়া হয়েছে একটি ফিজিক্যাল বাটন। এই ঘড়িটিতে 150টিরও বেশি ওয়াচফেস সাপোর্ট করবে।

এই ডিভাইসটি একটি ব্রিদিং সেশন অফার করবে। এতে একাধিক স্পোর্টস মোড সাপোর্ট করবে। হেলথ ফিচার হিসেবে আপনি এই ঘড়িটিতে পেয়ে যাবেন 24 ঘণ্টা হার্টরেট মনিটর ফিচার, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং ফিমেল সাইকেল মনিটর ফিচার। এই ঘড়িটির সাহায্যে আপনি ট্রেস লেভেল পরিমাপ করতে পারবেন। 

জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং। কোম্পানির মতে NoiseFit Vortex স্মার্টওয়াচের ব্যাটারি একক চার্জে 7 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। 

আরও পড়ুনঃ Tecno Pova Neo 3 স্মার্টফোন বাজারে আসতে চলেছে খুবি কম দামে, দেখুন কি কি রয়েছে

সিঙ্গেল চিপ টেকনোলজি এবং ট্রুসিঙ্ক টেকনোলজি দ্বারা চালিত এই ঘড়িটিতে স্টেবল কানেকশন, লো পাওয়ার কনজামশন এবং ওয়ান স্টেপ পেয়ারিং ইত্যাদি ফিচার রয়েছে। তবে ঘড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো এর ব্লুটুথ কলিং। এতে ডিসপ্লে নোটিফিকেশন, ওয়েদার এবং স্টক আপডেট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, কুইক রিপ্লাই এবং ক্যালকুলেটর ইত্যাদি ফিচার পেয়ে যাবেন।

NoiseFit Vortex স্মার্টওয়াচের দাম

ভারতের বাজারে NoiseFit Vortex স্মার্টওয়াচের দাম 2999 টাকা রাখা হয়েছে। জেড ব্ল্যাক, সিলভার গ্রে, ভিন্টেজ ব্রাউন, রোজ পিঙ্ক এবং স্পেস ব্লু কালারে ঘড়িটিকে আপনারা ক্রয় করতে পারবেন। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে এই ঘড়িটিকে।

Related Articles

Back to top button