লঞ্চ হতে চলেছে সস্তা Nokia 2.4 স্মার্টফোন, যার মধ্যে 3GB র্যাম এবং 4500mAh ব্যাটারি থাকবে।
Nokia 4.2 Smartphone- কিছুদিন আগে GeekBench ওয়েবসাইট এ দেখা গিয়েছিল Nokia 2.4 ফোনটিকে। যেখান থেকে এই ফোনের বেশ কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছিল।
আরও পড়ুনঃ জিও ধামাকা অফার, মাত্র ১৪১ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন JioPhone 2।
HMD Global নোকিয়া 2.4 ফোনকে বার্লিনে আয়োজিত ‘IFA 2020’ ইভেন্টে সামনে আনবে। তবে এর আগেই এই ফোন সম্পর্কে কিছু তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, Nokia 2.4 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ হবে। এই স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি হল, 2GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 3GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ।
Nokia 2.4 স্মার্টফোনঃ
NokiaPowerUser এর প্রতিবেদনে, Nokia 2.4 স্মার্টফোন এর দুটি ভেরিয়েন্টের কথা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, এই ফোনটি তিনটি রঙে লঞ্চ হবে। কিছুদিন আগে এই ফোনকে FCC সার্টিফিকেশন সাইটেও লিস্ট করা হয়েছে। যেখান এই ফোনে 4500mAh পাওয়ার ব্যাটারি এবং 6.5 ইঞ্চি ডিসপ্লে দেখানো হয়েছে।
NokiaPowerUser আরও জানিয়েছে যে, এই ফোনে ডুয়েল রিয়্যার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে, তার মধ্যে 13 মেগাপিক্সেল প্রাইমারি ও 02 মেগাপিক্সেল দেপ্ত সেন্সর। এদিকে এর সামনে থাকতে পারে 05 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে ডুয়েল সিম সাপোর্ট করবে। এই তিনটি রঙ হল ধূসর, নীল ও বেগুনি। যদিও কোম্পানির তরফে Nokia 2.4 সম্পর্কে এখনও কোনো তথ্য শেয়ার করা হয়নি।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi এর সবথেকে সস্তা স্মার্টফোন।
এদিকে গিকবেঞ্চ সাইট থেকে Nokia 2.4 ফোনের বেশ কিছু ফিচার সামনে এসেছে। যেমন এই ফোনে থাকবে অক্টাকোর মিডিয়াটেক MT6762V/WB প্রসেসর, যা আমরা হেলিও P22 প্রসেসর নামে পরিচিত। এই ফোনটি Andoird 10 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটিতে 2GB RAM থাকবে। ফিচার দেখে পরিষ্কার এই ফোনটিকে কোম্পানি খুবই সস্তায় বাজারে আনবে।
এই ফোনটির দাম কত হবে সে সম্পর্কে কোন তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে ফোনটি ভারতের 9999 টাকায় লঞ্চ হয়ার সম্ভবনা আছে।
আরও পড়ুনঃ আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে নতুন ফোন নিতে চান তাহলে দেখেনিন তালিকা।