Nokia 2.4 ফোনটি প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ হয়েছে, দেখুন দাম ও ফিচার।
কিছুদিন আগে GeekBench ওয়েবসাইট এ দেখা গিয়েছিল Nokia 2.4 ফোনটিকে। এবার ফোনটিকে আমেরিকায় প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ করা হয়েছে। আমেরিকার একটি ই-রিটেলার ওয়েবসাইট এ ফোনটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
NokiaPoweruser ওয়েবসাইট এ T-1274 মডেল নাম্বার হিসাবে লিস্টিং করা হয়েছে। এখান থেকে ফোনটির দাম ও ফিচার সম্পর্কে জানা গেছে।
আরও পড়ুনঃ কোয়াড ক্যামেরা ও ৬০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে Realme C15 স্মার্টফোন।
Nokia 2.4 Smartphone ফিচার
NokiaPowerUser এর প্রতিবেদনে, Nokia 2.4 স্মার্টফোন এর দুটি ভেরিয়েন্টের কথা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, এই ফোনটি ধূসর, নীল ও বেগুনী তিনটি রঙে লঞ্চ হবে। কিছুদিন আগে এই ফোনকে FCC সার্টিফিকেশন সাইটেও লিস্ট করা হয়েছে। যেখান এই ফোনে 4500mAh পাওয়ার ব্যাটারি এবং 6.5 ইঞ্চি ডিসপ্লে দেখানো হয়েছে।
NokiaPowerUser আরও জানিয়েছে যে, এই ফোনে ডুয়েল রিয়্যার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে, তার মধ্যে 13 মেগাপিক্সেল প্রাইমারি ও 02 মেগাপিক্সেল দেপ্ত সেন্সর। এদিকে এর সামনে থাকতে পারে 05 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে ডুয়েল সিম সাপোর্ট করবে।
এদিকে গিকবেঞ্চ সাইট থেকে Nokia 2.4 ফোনের বেশ কিছু ফিচার সামনে এসেছে। যেমন এই ফোনে থাকবে অক্টাকোর মিডিয়াটেক MT6762V/WB প্রসেসর, যা আমরা হেলিও P22 প্রসেসর নামে জানি। এই ফোনটি Andoird 10 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটিতে 2GB RAM থাকবে।
Nokia 2.4 Smartphone দাম
আমেরিকায় Nokia 2.4 Smartphone টিকে একটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে প্রি-বুকিং এর জন্য উপলব্ধ করা হয়েছে। যেটিতে রয়েছে ২জিবি র্যাম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটির দাম রাখা হয়েছে ১৩৯ডোলার, যার মুল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা। এই ফোনটিকে আগামী ২রা নভেম্বর আমেরিকার বাজারে লঞ্চ করা হবে। বর্তমানে ফোনটিকে শুধুমাত্র ধূসর বর্ণে বুকিং করা যাবে।
আরও পড়ুনঃ ৯,৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন রিয়েলমি সি১৫ স্মার্টফোন।