নোকিয়া নিয়ে এসেছে সস্তা স্মার্টফোন Nokia 2.4, দাম মাত্র ১০,৩৯৯ টাকা।
নোকিয়া কোম্পানি ভারতের বাজারে লঞ্চ করলো তাদের নতুন বাজেট স্মার্টফোন Nokia 2.4। ফোনটিকে গত সেপ্টেম্বর মাসে ইউরোপের বাজারে Nokia 3.4 এর সাথে লঞ্চ করা হয়েছিল।
কিন্তু এখনও পর্যন্ত Nokia 3.4 ফোনটিকে ভারতের বাজারে আনা হয়নি, Nokia 2.4 ফোনটিকে গতকাল ভারতের বাজারে আনা হয়েছে। ফোনটির মধ্যে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, বড় ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর, ও ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন।
আরও পড়ুনঃ কোয়াড ক্যামেরা ও ৬০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে Realme C15 স্মার্টফোন।
Nokia 2.4 Smartphone ফিচার
ক্যামেরার জন্য Nokia 2.4 ফোনটির পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হল ০৮ মেগাপিক্সেল অটো ফোকাস। এছাড়া রয়েছে ০২ মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিং এর জন্য এতে রয়েছে ০৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
Nokia 2.4 ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। এর ডিসপ্লে রেজোলিউশন ৭২০পিক্সেল বাই ১৬০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। ফোনটিতে MediaTek Helio P22 অক্টাকোর প্রসেসর রয়েছে। ফোনটিকে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে। মেমোরি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে, কিন্তু কোম্পানি এটিকে অ্যান্ড্রয়েড ১১ রেডি ডিভাইস বলে দাবি করছে। নোকিয়া ৩.৪ ফোনে ৪,৫০০ এমএএইচ এর নন-রিমুভাল ব্যাটারি দেওয়া হয়েছে। কম্পানির দাবি অনুযায়ী ফোনটি একবার ফুল চার্জে ০২ দিন পর্যন্ত চলবে। চার্জিংয়ের জন্য এতে সাপোর্ট করবে মাইক্রো ইউএসবি পোর্ট।
ফোনটির পিছনে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এতে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনও পেয়ে যাবেন।
Nokia 2.4 Smartphone দাম
Nokia 2.4 Smartphone টিকে একটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে কিনতে পারবেন। যেটিতে রয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটির দাম রাখা হয়েছে ১০,৩৯৯ টাকা। বর্তমানে ফোনটিকে ডাস্ক, নীল, ও ধূসর বর্ণে কেনা যাবে। ফোনটিকে Nokia.com ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন।
আরও পড়ুনঃ ৯,৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন রিয়েলমি সি১৫ স্মার্টফোন।
ডিসপ্লে | ৬.৫ ইঞ্চির ওয়াটারড্রপ নচ আইপিএস এলসিডি ডিসপ্লে। |
ক্যামেরা | ০৮+০২ এমপি রিয়্যার এবং ০৫ এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | ৪৫০০এমএএইচ। |
র্যাম | ০৩ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ৩২ জিবি |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | মিডিয়াটেক হেলিও পি২২ অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 4G |
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।