Nokia C21 Plus- ১৪ হাজার টাকার ফোনটিকে মাত্র ৯ হাজার টাকায় কেনার সুযোগ, দেখুন কথায় পাবেন
Nokia C21 Plus ফোনটিকে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে। এই ফোনে রয়েছে ৬.৫৭ ইঞ্চির ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর, এবং ৫০৫০এমএএইচ এর ব্যাটারি।
Nokia C21 Plus ফোনটির দাম একেবারে কমিয়ে দেওয়া হয়েছে। নোকিয়া কোম্পানি এই ফোনটিকে ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে বাজারে লঞ্চ করেছিল। লঞ্চের সময় ফোনটির দাম ছিল ১৪ হাজার টাকার মত। কিন্তু এই মুহূর্তে ফোনেটিকে আপনি মাত্র ৯ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন। ফোনটির মধ্যে দুর্দান্ত সব ফিচার রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম, অফার, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ iPhone 15 এবং iPhone 15 Plus লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Nokia C21 Plus ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.57 ইঞ্চির বিগ ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর, ৪জিবি র্যাম, ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ, এবং ৫০৫০এমএএইচ এর ব্যাটারি। এছাড়া এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।
নোকিয়া সি২১ প্লাস ফোনটির দাম পড়বে মাত্র 8999 টাকা। এই দাম ফোনটির ৪জিবি র্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। অর্থাৎ ফোনটির উপরে পাওয়া যাচ্ছে ৩৬% ডিস্কাউন্ট। এদিকে ফোনটিকে আপনি আবার নো-কোস্ট ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। ফোনটিকে এই দামে শুধুমাত্র ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন (Amazon) থেকে ক্রয় করা যাবে। ফোনটি Dark Cyan কালারে উপলব্ধ রয়েছে।
Nokia C21 Plus ফোন ফিচার
নোকিয়া সি২১ প্লাস ফোনে রয়েছে ৬.৫৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ১৬০০ পিক্সেল বাই ৭২০ পিক্সেল। ফোনটি Android 11 R Go অপারেটিং সিস্টেমে চলবে। পারফমান্সের জন্য এই ফোনে অক্টাকোর Unisoc SC9863A প্রসেসর দেওয়া হয়েছে।
এতে ৪জিবি র্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। এতে 4G, 3G, 2G নেটওয়ার্ক সাপোর্ট করবে। ফোনটিতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে। ফটোগ্রাফির জন্য এতে আপনি পেয়ে যাবেন ১৩ মেগাপিক্সেল ও ২মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০৫০এমএএইচ এর পাওয়ারফুল ব্যাটারি। যা ফাস্ট চারজিং সাপোর্ট করবে। সিকুরিটির জন্য এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এতে Accelerometer, Ambient Light Sensor, Proximity Sensor ইত্যাদি সেন্সর রয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Bluetooth v5.0 ভার্সন, Wi-Fi, GPS, UBB Type c Port, 3.5mm Audio jack, ও 5V2A Charger ।
Nokia C21 Plus ফোন স্পেসিফিকেশন | |
ডিসপ্লে | ৬.৫৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে |
র্যাম ও স্টোরেজ | ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ |
ক্যামেরা | ১৩+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা |
ব্যাটারি | 5,050mAh-এর ব্যাটারি যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে |
প্রসেসর এবং অপারেটিং সিস্টেম | Android 11 R Go অপারেটিং সিস্টেমে চলবে এবং Octa-Core Unisoc SC9863A প্রসেসর |
আরও পড়ুনঃ Apple Watch 9 Series, Watch Ultra 2 এবং ইয়ারপডস্ ভারতে লঞ্চ হল