AndroidNokiaSmartphoneTech Newsবাংলা খবরবাংলা টেক নিউজ

খুব শীঘ্রই নোকিয়া বাজারে লঞ্চ করতে চলেছে সস্তা স্মার্টফোন Nokia C3

নোকিয়া একের পর এক স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে। এবার নোকিয়া আনতে চলেছে সব থেকে সস্তা স্মার্টফোন Nokia C3। এই ফোনটিকে বিভিন্ন ওয়েবসাইট এ লিস্ট করা হয়েছে। যেখান থেকে এই ফোনের কিছু তথ্য সামনে এসেছে।

এই ফোনের বিশেষ বিশেষ ফিচার কথা বললে, এত রয়েছে ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে, ৩০৪০ এমএএইচ ব্যাটারি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিকে কোম্পানি অক্টোবর মাসে লঞ্চ করতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফোনের মধ্যে কি কি ফিচার দিচ্ছে কোম্পানি।

আরও পড়ুনঃ জিও ধামাকা অফার, মাত্র ১৪১ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন JioPhone 2।

Nokia C3 ফোনের ফিচারঃ

Nokia C3 ফোনের ফিচারের কথা বললে এতে ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রীন রেজুলেশন 1600পিক্সেল বাই 720পিক্সেল এবং এর আসপেক্ট রেশিও 18:9। এই ফোনে অক্টাকোর উনিশোক SC9863 প্রসেসর দেওয়া হয়েছে। সাথে আছে Android v10 অপারেটিং সিস্টেম।

Nokia C3 SmartphoneNokia C3 ফোনটি 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ হতে পারে। এর মধ্যে মাইক্রো-এসডি কার্ড বেবহার করা যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 128GB পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi এর সবথেকে সস্তা স্মার্টফোন।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ০৮ মেগাপিক্সেল। এছাড়া সেলফি ও ভিডিও কলিং এর জন্য এতে ০৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এর ইমেজ রেজুলসন ৩২৬৪পিক্সেল বাই ২৪৪৮পিক্সেল। এর মধ্যে এলইডি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে।

আবার এতে পাবেন 3040mAh পাওয়ার নন-রিমুভাল ব্যাটারি। এতে টাইপ সি পোর্ট সাপোর্ট করবে না। আবার সিকিউরিটির জন্য ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো আছে। এর ওজন ১৮৪.৫ গ্রাম। এই ফোনে ডুয়েল সিম, 4G নেটওয়ার্ক, Wi-Fi, Hotspot, Bluetooth ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। এছাড়া এতে ৩.৫মিমি অডিও জ্যাক দেওয়া হয়েছে।

Nokia C3 ফোনের দামঃ

Nokia C3 ফোনটিকে কোম্পানি আগামী অক্টোবর মাসের ২৯ তারিখ বাজারে লঞ্চ করতে পারে। এর দাম ৭৫৯০ টাকা হতে পারে। তবে ফোনটি লঞ্চ হওয়ার পরেই এর সঠিক দাম জানা যাবে।

আরও পড়ুনঃ আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে নতুন ফোন নিতে চান তাহলে দেখেনিন তালিকা।

false
false

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button