দাম কমানো হয়েছে Nokia C3 স্মার্টফোনের, কিনুন মাত্র ৬,৯৯৯ টাকা দিয়ে।
Nokia C3- আগের থেকে অনেকটাই দাম কমানো হয়েছে Nokia C3 স্মার্টফোনের। ফোনটিকে কোম্পানি গত অগাস্ট মাসে লঞ্চ করেছিল। নোকিয়া সি৩ ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে।
ফোনটির দুটি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১০০০ টাকা করে কমানো হয়েছে। আপনি যদি নোকিয়া ফোন নিতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। নোকিয়া সি৩ ফোনের মধ্যে রয়েছে ৩০৪০ এমএএইচ এর ব্যাটারি, ৫.৯৯ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে।
আরও পড়ুনঃ লঞ্চ হল সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন ZTE Blade V2021 5G, দাম ১১ হাজার টাকার মত।
Nokia C3 ফোন ফিচার
Nokia C3 ফোনটির মধ্যে একটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির পিছনে এলইডি ফ্ল্যাশ লাইট সহ এফ/২.০ অ্যাপারচারযুক্ত ০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনটির সামনে ভিডিও কলিং ও সেলফির জন্য দেওয়া হয়েছে এফ/২.৪ অ্যাপারচারযুক্ত ০৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটিকে লক করে রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে।
ফোনটি ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।
নোকিয়া সি৩ ফোনে ৫.৯৯ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ১৮ঃ৯ এবং এর স্ক্রীন রেজুলেশন ১৪৪০ পিক্সেল বাই ৭২০ পিক্সেল । ফোনটির মধ্যে Unisoc SC9863A প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং IMG8322 GPU গ্রাফিক্স দেওয়া হয়েছে। Android 10 অপারেটিং সিস্টেমে ফোনটি চলবে।
আরও পড়ুনঃ কোয়াড ক্যামেরা ও ৬০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে Realme C15 স্মার্টফোন।
নোকিয়া C3 ফোনে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে ৩০৪০এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য এতে মাইক্রো ইউএসবি পোর্ট সাপোর্ট করবে। এছাড়া ফোনটিতে রয়েছে Wi-Fi, Bluetooth, USB Type-C, 3.5mm Audio Jack, ও FM Radio।
Nokia C3 ফোনের দাম
নোরডিক ব্লু রঙের Nokia C3 ফোনের ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য দাম পড়বে ৬,৯৯৯ টাকা। এদিকে সেন্ড রঙের Nokia C3 (২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ) ফোনের দাম ৬,৪৮৮ টাকা। আবার Nokia C3 ফোনের ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে ৭,৯৯৯ টাকা। এই অফার অ্যামাজন ই-কমার্স ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে।
ডিসপ্লে | ৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। |
ক্যামেরা | ০৮ এমপি রিয়্যার এবং ০৫ এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | ৩০৪০এমএএইচ লিথিয়াম আয়ন। |
র্যাম | ০২ বা ০৩ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ১৬ বা ৩২ জিবি |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | Unisoc SC9863A অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | ৪জি, ৩জি, ২জি |
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।