Nokia বাজারে আনতে চলেছে সস্তা ফিচার ফোন, যাতে ডুয়েল সিম এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে।
নোকিয়া HMD Global সম্ভবত খুব শীঘ্রই বাজারে বেশ কয়েকটি ফোন আনবে। এর মধ্যে কয়েকটি ফিচার ফোনও থাকবে বলে মনে করা হচ্ছে। Nokia এর একটি ফিচার ফোনকে আমেরিকার সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে।
আরও পড়ুনঃ জিও ধামাকা অফার, মাত্র ১৪১ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন JioPhone 2।
FCC সাইটে নোকিয়ার এই ফোনের মডেল নম্বর দেওয়া হয়েছে TA-1316। এই সার্টিফিকেশন সাইট থেকে নোকিয়া ফিচার ফোনের কিছু তথ্য জানা গেছে। তবে মডেল নম্বর জানা গেলেও Nokia এর এই ফোনের নাম কি দেওয়া হবে তা এখনও জানা যায়নি। তবে খুব শীঘ্রই ফোনটিকে বাজারে আনা হবে।
FCC সাইট এ দেখানো হয়েছে যে, Nokia TA-1316 ফোনে 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এর মধ্যে এলটিই ৫, ৭ এবং ৩৮ ব্যান্ড সাপোর্ট করবে। এতে 1150mAh ব্যাটারি দেওয়া হবে। ফোনটিতে ডুয়েল সিম বেবহার করা যাবে।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi এর সবথেকে সস্তা স্মার্টফোন।
এই ফোনটি বর্গাকার শেপে আসতে পারে এবং ব্যাক কভারে দেওয়া হতে পারে কোম্পানির লোগো। ফোনটির দাম ৫ হাজার টাকার রেঞ্জে হবে।
এই মাসের শেষের দিকে কোম্পানি আরেকটি 5G ফোন লঞ্চ করতে চলেছে। যার মডেল নাম্বার Nokia 8.3। নোকিয়া পাওয়ার ইউজার ওয়েবসাইট এর রিপোর্ট অনুযায়ী নোকিয়া ৮.৩ ৫জি ফোনটিকে আগামী ৩১শে অগাস্ট লঞ্চ করা হতে পারে। যদিও এর প্রতিবেদনে লঞ্চের বিষয়ে কোন সঠিক তথ্য প্রদান করা হয়নি।