নোকিয়া বাজারে আনতে চলেছে ৩২ এবং ৫০ ইঞ্চির দুটি স্মার্ট টিভি (Nokia Smart TV)।
Nokia Smart TV- নোকিয়া বাজারে আনতে চলেছে আরোও দুই নতুন স্মার্ট টিভি। এগুলো হলো ৩২ এবং ৫০ ইঞ্চির। এর আগে নোকিয়া বাজারে নিয়ে এসে ছিল ৪৩, ৫৫ ও ৬৫ ইঞ্চির তিনটি স্মার্ট টিভি। এই টিভি গুলিতে এইচডি রেজুলেশন পিকচার কুয়ালিটি পাওয়া যাবে।
আরও পড়ুনঃ আমেরিকারন কোম্পানি AVITA ভারতে নিয়ে এসেছে নতুন ল্যাপটপ AVITA Liber V, দেখেনিন ফিচার।
Nokia Smart TV
নোকিয়ার এই নতুন স্মার্ট টিভি গুলিতে ট্রু সারাউন্ড সাউন্ড, ডিটিএস, ডলবি অডিও এবং জেবিএল স্পিকারের সুবিধা পাওয়া যাবে। এতে 12W এর দুটি স্পিকার রয়েছে যা ডলবি অডিও এবং ডিটিএস ট্রু এর ডিজাইন রয়েছে।
নোকিয়ার ৩২ এবং ৫০ ইঞ্চির স্মার্ট টিভি দুটিতে Android 9 pie অপারেটিং সিস্টেম দেওয়া থাকতে পারে। এর সাথে থাকতে পারে কোয়াডকোর প্রসেসর। এই টিভি গুলিতে দেওয়া হয়েছে 2.25GB RAM এবং 16GB ইন্টারনাল স্টোরেজ।
Nokia কোম্পানির এই স্মার্ট টিভিতে পাওয়া যাবে স্লিম বেজেল এবং ভি-আকৃতির স্ট্যান্ড। টিভিতে বিল্ট-ইন ক্রোমকাস্ট এবং Bluetooth 5.0 ভার্সন এর সুবিধা দেওয়া হতে পারে।
এই টিভি দুটির দাম এখনও সঠিক জানা যায়নি। আশা করছি টিভি দুটির দাম ৫০ হাজার টাকার মধ্যে থাকবে। নোকিয়া কোম্পানির যে 43 ইঞ্চির যে স্মার্ট টিভি রয়েছে তার দাম রাখা হয়েছে 31,999 টাকা। এই টিভি টিকে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এছাড়া নোকিয়ার ৬৪ ইঞ্চি 4K স্মার্ট টিভির দাম 64,999 টাকা।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi এর সবথেকে সস্তা স্মার্টফোন।