আজ থেকে বিক্রি শুরু Nokia Power Earbuds Lite এর, দাম 3,599 টাকা
Tech News-আজ থেকে বিক্রি শুরু Nokia Power Earbuds Lite এর।
নোকিয়া Power Earbuds Lite ওয়্যারলেস ইয়ারবাডের বিক্রি আজ থেকে ভারতে বাজারে শুরু হল। Nokia কোম্পানি এইমাসের শুরুতে Nokia 3.4 এবং Nokia 5.4 স্মার্টফোন লঞ্চ করেছিল। এর সাথে এই ইয়ারফোনটিকেও লঞ্চ করেছিল।
আপনি যদি কোনো ওয়্যারলেস ইয়ারফোন নেওয়া কথা ভাবছেন তাহলে নোকিয়া কোম্পানির এই ইয়ারবাডটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।
আরও পড়ুনঃ 7 হাজার টাকার কমে লঞ্চ হতে পারে Gionee Pro Max স্মার্টফোন।
এতদিন পর্যন্ত এই ইয়ারবাডকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ করা হয়েছিল, এবার আজ থেকে ই-কমার্স সাইট অ্যামাজন ও নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর বিক্রি শুরু হল।
তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নোকিয়া পাওয়ার ইয়ারবাডস লাইট এর দাম কত এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।
Nokia Power Earbuds Lite এর ফিচার
কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ইয়ারবাড কানে লাগানোও যেমন স্বাচ্ছন্দের তেমনি এটি আরামদায়ক অনুভূতি প্রদান করার সাথে সাথে ব্যবহারকারী হাই ডেফিনেশান সাউন্ড শ্রবণ করার অভিজ্ঞতাও লাভ করবে।
নোকিয়া Power Earbuds Lite ডিভাইসটি IPX7 সার্টিফিকেশন প্রাপ্ত হওয়াযর জন্য এটিকে জলের মধ্যে 1 মিটার গভীরে 30 মিনিট পর্যন্ত বেবহার করা যেতে পারে।
প্রতিটি ইয়ারবাডে 50mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে একটানা 5 ঘণ্টা মিউজিক শোনা যাবে। এর চার্জিং কেসের মাধ্যমে অতিরিক্ত 30 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
চার্জিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্ট। অর্থাৎ এই ডিভাইসটি খুব দ্রুত চার্জ হবে।এর মধ্যে দেওয়া হয়েছে Bluetooth (ভার্সন 5.0) সাপোর্ট ও টাচ কন্ট্রোল ফিচার।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
নর্ডিক ডিজাইনের নোকিয়া Power Earbuds Lite পুনর্ব্যবহারযোগ্য পেপার দ্বারা তৈরী। এই গেজেটটির ওজন 48.8 গ্রাম। এদিকে এর মধ্যে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। টাচ কন্ট্রোলারের মাধ্যমে গান বন্ধ বা চালু করা, কল রিসিভ ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে।
Nokia Power Earbuds Lite ডিভাইসটির দাম
নোকিয়া Power Earbuds Lite ডিভাইসটিকে চারকোল ও স্নো কালারে ক্রয় করা যাবে। এর দাম 3,599 টাকা। ই-কমার্স সাইট Nokia e store ও Amazon থেকে ইয়ারবাডটি কেনা যাবে।
অনলাইন স্টোর | প্রোডাক্টের নাম | দাম |
---|---|---|
Amazon | Nokia Power Earbuds Lite | ₹ 3,599 |