Nokia X30 5G স্মার্টফোন বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই, দেখুন বিস্তারিত

Nokia কোম্পানি ভারতে তার সর্বশেষ এক্স-সিরিজ স্মার্টফোন Nokia X30 5G লঞ্চ করেছে। Nokia X30 5G ফোনে ফুল-HD+ AMOLED ডিসপ্লে এবং অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর সহ বাজারে এসেছে।

Nokia X30 5G

 

ফোনটিতে পেয়ে যাবেন 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 4,200mAh ব্যাটারি।তাহলে চলুন জেনে যাক Nokia X30 5G এর দাম এবং সমস্ত ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Nokia X30 5G দুটি রঙের বিকল্পে ভারতীয় বাজারে এসেছে, যেগুলি হল আইস হোয়াইট এবং ক্লাউডি ব্লু। ফোনটির 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 48,999 টাকা। ফোনটির প্রি-বুকিং Nokia-এর অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সাইট Amazon এবং অন্যান্য খুচরা আউটলেটের মাধ্যমে শুরু হবে। 

ভারতে 20 ফেব্রুয়ারি থেকে ফোনটির বিক্রি শুরু হবে। লঞ্চ অফারের হিসাবে এতে পাওয়া যাবে Nokia এর ওয়েবসাইট থেকে নতুন X30 5G কিনলে 1,000 টাকা ছাড়। এছাড়াও, ক্রেতারা হ্যান্ডসেটের সাথে 2,799 টাকা মূল্যের Nokia কমফোর্ট ইয়ারবাড এবং 2,999 টাকা মূল্যের 33W চার্জার পেতে পারেন।

Nokia X30 5G ফোন ফিচার

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Exit mobile version