5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneNothing PhoneSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Nothing Phone (2) ফোনটির আজ সেল শুরু, পাওয়া যাবে 3,000 টাকা ডিসকাউন্ট

Nothing Phone (2) ফোনটির আজ প্রথম সেল, এই সেল ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে হবে। ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত ফিচার। ফোনটিকে বিভিন্ন ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছে।

Nothing Phone

Nothing Phone (2) ফোনটির আজ প্রথম সেল, এই সেল ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে হবে। ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত ফিচার। ফোনটিকে বিভিন্ন ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছে।

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Nothing Phone (2) ফোনের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, 6.7 ইঞ্চির ফুল এইচডি+, Qualcomm Sanpdragon 8+ Gen 1 প্রসেসর, এবং 4700mAh-এর ব্যাটারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম, ফিচার, অ স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

নাথিং ফোন (২) ফোনটিকে ফ্লিপকার্ট (Flipkart)-এর প্ল্যাটফর্মে ওপেন সেলের মাধ্যমে বিক্রি করা হবে। 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত এর বেস ভ্যারিয়েন্টটির দাম 44999 টাকা। এদিকে এর 12GB RAM ও 256GB স্টোরেজের দাম রাখা হয়েছে 49999 টাকা। 12GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজ ভার্সন এর দাম 54999 টাকা। অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)-এর ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার পেমেন্ট করলে গ্রাহকরা এই দামের ওপর 3000 টাকা ছাড় পাবেন। ফোনটিকে ডার্ক গ্রে এবং সাদা কালারে ক্রয় করা যাবে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Nothing Phone (2) ফোন ফিচার

নাথিং ফোন (২)-এ তার পূর্বসূরির চেয়ে আরও বেশি ফাংশনালিটি সহ ট্রিক-আউট গ্লাইফ ইন্টারফেস সহ বাজারে এসেছে। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2412 পিক্সেল এবং 1600 নিট পিক ব্রাইটনেস প্রদান করে।

Nothing Phone (2) ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইন-সেন্সর জুম সহ 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স890 প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেলের স্যামসাং JN1 আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফির জন্য ফোনের সামনে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ একটি 32 মেগাপিক্সেলের সনি আইএমএক্স615 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরমান্সের জন্য ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে 4700mAh-এর ব্যাটারি রয়েছে, যা 33W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনটি Android 13-এর উপর ভিত্তি করে Nothing OS 2.0 কাস্টম স্কিনে চলে, যা নতুন উইজেট, থিম কালার, ফোল্ডার লেআউট এবং সচিত্র কভার-এর মতো একাধিক ফিচার অফার করবে। ফোনটিতে IP54 রেটিং দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।

কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে 5G, 4G LTE, UMTS, GSM ইত্যাদি নেটওয়ার্ক। ফোনটির ওজন 201.2 গ্রাম। এতে Front and Rear Ambient Light Sensor, Accelerometer, Electronic Compass, Gyroscope, Proximity Sensor, Sensor Core ইত্যাদি সেন্সর রয়েছে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ