5G5G SmartphoneSmartphonetech news todaytech worldTechnology Newstrending tech news

Nubia Red Magic 9 Pro স্মার্টফোন সিরিজ দুর্দান্ত ফিচার সহ বাজারে আসতে চলেছে

Nubia Red Magic 9 Pro স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হবে

Nubia Red Magic 9 Pro

Red Magic 9 Pro- নুবিয়া কোম্পানি তাদের নতুন ফ্ল্যাগশিপ গেমিং ফোন লঞ্চ করার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ঘোষণা করেছে যে ২৩শে নভেম্বর চীনে Nubia Red Magic 9 Pro সিরিজ লঞ্চ করবে। সংস্থাটি এই মুহূর্তে এই লাইনআপের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলিকে টিজ করা শুরু করে দিয়েছে। কোম্পানির একটি প্রচারমূলক পোস্টার রেড ম্যাজিক ৯ প্রো ফোনের ব্যাটারি ক্ষমতা সহ এর গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করেছে।

এই পোস্টারে রেড ম্যাজিক প্রো ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬৫০০ মাহ-এর বিশাল ব্যাটারি দেখান হয়েছে। আবার এই ফোনটি ফোনটি ৮.৯ মিলিমিটার পাতলা এবং প্রায় ২২৯ গ্রাম ওজনের হবে। কোম্পানির নতুন পোস্টার আপাতত এইটুকুই প্রকাশ করা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির মধ্যে কি কি ফিচার থাকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ

Nubia Red Magic 9 Pro সিরিজ সম্ভাব্য ফিচার

রেড ম্যাজিক প্রো সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করার জন্য ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। ফোনটিতে ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এর স্ক্রীন রেজুলসন হবে ২৫৮০ পিক্সেল বাই ১৬৬৬ পিক্সেল। এটি একটি বিশাল ৬৫০০ এমএএইচ-এর ব্যাটারি দিয়ে সজ্জিত হবে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ দুই দিন এবং দুই রাতের বেশি ব্যাটারি লাইফ প্রদান করবে।

ফটোগ্রাফির জন্য, Red Magic 9 Pro ফোনের পিছনের প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের ZN1 লেন্স সাথে ৫০ মেগাপিক্সেলের ZN5 প্রাইমারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। আর ফোনের সামনে একটি আন্ডার-ডিসপ্লে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।

কানেক্টিভিটির জন্য এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। সিকুরিটির জন্য এতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ