Bangla NewsBangla Tech NewsBikeElectric Scooterlatest techlatest tech newslatest technology newsScooterTech News Banglatech news todayTechnology Newstrending tech news

Okaya Motofaast ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ১৩০কিমি রেঞ্জ সহ, ২৫০০ টাকায় বাড়ি নিয়ে আসুন

Okaya Motofaast ইলেকট্রিক স্কুটার সাতটি ভিন্ন রঙে এসেছে, যার রেঞ্জ ১৩০কিমি

Okaya Motofaast

Okaya EV এই উৎসবের মরসুমে তাদের একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এর নাম Okaya Motofaast (মটোফাস্ট ইলেকট্রিক স্কুটার)। সাতটি ভিন্ন রঙে আসা এই ইলেকট্রিক স্কুটারটির রেঞ্জ ১৩০ কিলোমিটার বলে দাবি করা হয়েছে। Okaya Motofaast এর এক্স-শোরুম প্রাইস ১,৩৬,৯৯৯ । আপনি মাত্র ২৫০০ টাকার টোকেন মানি দিয়ে এই বাইকটিকে বুক করতে পারবেন। কোম্পানির মতে, এই স্কুটারের ডেলিভারি নভেম্বর মাস থেকে দিল্লি ও জয়পুর থেকে শুরু হবে।

Okaya Motofaast স্কুটারকে ৭ টি রঙে কেনা যেতে পারে। এর মধ্যে রয়েছে মরিচা কমলা, সায়ান, লাল, সাদা, রূপালী, ম্যাট সবুজ এবং কালো। কোম্পানি দাবি অনুযায়ী Okaya Motofaast বাইক ১৩০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে এবং বাইকটির সর্বোচ্চ গতি হবে প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার।

আরও পড়ুনঃ

Okaya Motofaast ইলেকট্রিক স্কুটার

ওকায়া কোম্পানি দাবি করেছেন যে এই স্কুটারের ব্যাটারি মাত্র ৫ ঘন্টারও কম সময়ে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এর অন্যান্য ফিচারের মধ্যে হল এতে তিনটি ড্রাইভিং মোড সাপোর্ট করে- ইকো, সিটি এবং স্পোর্টস। এছাড়া এতে আপনি পেয়ে যাবেন একটি ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। এতে ১২ ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, যার মধ্যে একটি কম্বি ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে।

বর্তমানে ওলার মতো কোম্পানি ইভি বাজারে আধিপত্য বিস্তার করছে। তবে আগের কয়েক মাসের তুলনায় গত মাসে এর ইভি কোম্পানির বিক্রি কমেছে, ওকায়া মোটোফাস্ট এই প্রবণতা শেষ করতে চলেছে। উৎসবের মরসুমে লঞ্চ হওয়া এই ইলেকট্রিক স্কুটারটির দুর্দান্ত ফিচার মানুষকে আকৃষ্ট করতে পারে। এই পণ্যের মাধ্যমে বিক্রি বাড়ানোর আশা করছে কোম্পানিটি।

ওকায়া মোটোফাস্টের ডিজাইন আরামদায়ক হবে। এতে দুইজন স্বাচ্ছন্দ্যে ভাবে যাতায়াত করতে পারবে এবং সাথে লাগেজও নিতে পারবেন। কোম্পানিটি এই স্কুটারের সামনের দিকে ওকায়া এবং পেছনে মটোফাস্টকে ব্র্যান্ড করেছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button