ওলা বাজারে আলোড়ন তুলেছে, এক বছরে 2.5 লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রি করার ভারতের প্রথম ইভি ব্র্যান্ড
OLA India’s first EV brand to sell 2.5 lakh electric scooters- ওলা ইলেকট্রিকের বিজয় রথের চাকা ঘুরছে। মাইলফলক অর্জন সংস্থার কাছে একটি অতি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। ওলা কোম্পানি ২০২১ সালের আগস্ট থেকে চালু হওয়ার দুই বছরের মধ্যে ৪ লক্ষ ই-স্কুটার তৈরির রেকর্ড গড়েছে। এবার আরেকটি নজির নিয়ে সংবাদপত্রের শিরোনামে এলো ওলা প্রতিষ্ঠানটির নাম। তারা ১লা জানুয়ারি থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত ২,৫২,৬৪৭টি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে রেকর্ড গড়েছে। এর আগে এক বছরে এত ব্যাটারি চালিত স্কুটার কোন কোম্পানি বিক্রি করতে পারেনি।
আরও পড়ুনঃ
Gas Booking- জেনেনিন কিভাবে WhatsApp এর মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করবেন
Aadhaar Card News- আধার কার্ডের জন্য অতিরিক্ত ফি নিলে হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা
ওলা ভারতের প্রথম ইভি কোম্পানি যারা এক বছরে ২.৫ লক্ষ ইউনিট বিক্রির সিমা অতিক্রম করেছে। উল্লিখিত সময়ের মধ্যে দেশে মোট ৮,২৮,৫৩৭টি ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে। যার মধ্যে মাত্র ৩১ শতাংশ মডেল রয়েছে ওলা কোম্পানির। বাহন পোর্টাল অনুসারে, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের তুলনায় এই বছর ওলার বিক্রি ১৩১ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ে তারা ১,০৯,৩৯৫ ইউনিট গাড়ি বিক্রি করেছিল।
দেখা যাচ্ছে যে ওলা এই বছর প্রতি মাসে গড়ে ২০ হাজার ইউনিট বৈদ্যুতিক স্কুটার বিক্রি করতে পেরেছে। ২০২৩ সালের জানুয়ারিতে তাদের বিক্রয় ছিল ১৮,৩৫৩ ইউনিট। তারা মার্চ মাসে ২১,৪৩৪ ইউনিট বিক্রি করেছিল। তবে এই বছরের নভেম্বর মাসের চাহিদা সব রেকর্ড ভেঙে দিয়েছে। গ্রাহকরা গত মাসে অর্থাৎ নভেম্বর মাসে ওলা কোম্পানির ২৯,৮৯৮টি ই-স্কুটার বাড়ি নিয়ে গেছেন।
প্রসঙ্গত, বর্তমানে ওলা ইলেকট্রিক S1 রেঞ্জের তিনটি ইলেকট্রিক স্কুটার বাজারে উপলব্ধ রয়েছে। ওলা কোম্পানির S1 Pro, S1 Air এবং S1 X+ তিনটি মডেলের দাম যথাক্রমে ১,৪৭,৪৯৯ টাকা, ১,১৯,৯৯৯ লক্ষ টাকা এবং ৮৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে এই তিনটি মডেলে ওলা কোম্পানি ডিসকাউন্ট অফার দিচ্ছে। এই অফারটি ৩১শে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে।
আরও পড়ুনঃ
Gas Booking- জেনেনিন কিভাবে WhatsApp এর মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করবেন
Aadhaar Card News- আধার কার্ডের জন্য অতিরিক্ত ফি নিলে হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা