এছাড়া এতে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 4,500mAh ব্যাটারিও রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক OnePlus Nord 2T 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে
ভারতের বাজারে OnePlus Nord 2T 5G স্মার্টফোন দাম 28,798 টাকা। এই দাম ফোনটির 8GB RAM ও 128Gb ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে ক্রয় করতে পারবেন। ফোনটি Gray Shadow ও Jade Fog কালারে উপলব্ধ রয়েছে।
OnePlus Nord 2T 5G ফোন ফিচার
ডুয়াল-সিম (ন্যানো) সাপোর্টেড ওয়ানপ্লাস Nord 2T 5G ফোনে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.43-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লে HDR 10+ সাপোর্ট করবে এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
এই 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রাইমারি ক্যামেরাটি f/1.6 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। এছাড়া Sony IMX355 আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে f/2.4 অ্যাপারচার সহ একটি 32-মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর রয়েছে।
ফোনটি MediaTek Dimensity 1300 চিপসেট দ্বারা চলবে। ওয়ানপ্লাস Nord 2T 5G ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। ফোনটি Android 12 ভিত্তিক Oxygen OS 12.1 (OxygenOS 12.1) অপারেটিং সিস্টেমে চলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস Nord 2T 5G ফোনে 4,500mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 80W SuperVoc তারযুক্ত চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে Wi-Fi 6, Bluetooth v5.2 এবং NFC । এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর।