11.6 ইঞ্চি ডিসপ্লে ও 9520mAh ব্যাটারি সহ OnePlus Pad লঞ্চ হয়েছে, জেনেনিন বিস্তারিত
OnePlus Pad আপনি পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট এবং একটি রিয়ার ক্যামেরা।
স্মার্টফোন নির্মাতা কোম্পানি OnePlus-এর বিখ্যাত ট্যাবলেট OnePlus Pad চীনের বাজারে লঞ্চ হয়েছে। কোম্পানি ইতিমধ্যে এটিকে বিশ্ববাজারে লঞ্চ করেছে। কিছু ভিন্ন স্পেসিফিকেশন সহ দেশীয় বাজারে ভেরিয়েন্টটি চালু করা হয়েছে। কোম্পানি গ্লোবাল ভার্সনে MediaTek Dimensity 9000 চিপসেট দিয়েছে। এই মডেলটিতে একটি নতুন কনফিগারেশন দেওয়া হয়েছে। যে ব্যবহারকারীরা ট্যাবলেটটি লঞ্চের পর যত তাড়াতাড়ি সম্ভব ক্রয় করবে তাদের জন্য কোম্পানি একটি উপহারও দেবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক নতুন OnePlus Pad চাইনিজ ভেরিয়েন্টটিতে কি কি ফিচার রয়েছে।
OnePlus Pad দাম
কোম্পানি OnePlus প্যাড চীনে 1999 ইউয়ান এর প্রারম্ভিক মূল্যে লঞ্চ করেছে। যার মধ্যে এর 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট আসে। শীর্ষ ভেরিয়েন্টটি 12GB RAM ও 512GB কনফিগারেশনে দেওয়া হয়েছে যার দাম 3099 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 36,500 টাকার মত)। এটি টুন্ড্রা গ্রিন এবং ডিপ স্পেস গ্রে রঙে বাজারে লঞ্ছ হয়েছে। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে।
OnePlus Pad ফিচার
পারফরমান্সের জন্য এই ট্যাবলেটটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট যা 4nm প্রক্রিয়ায় তৈরি। এছাড়াও, দুর্দান্ত গ্রাফিক্স অভিজ্ঞতার জন্য, কোম্পানি এতে Mali-G615 MC6 GPU দিয়েছে। তাই এটিকে একটি গেমিং ডিভাইসও বলা হয়। এতে অতিরিক্ত গরম রোধ করতে 34,615mm² এর গ্রাফিন কুলিং এরিয়া রয়েছে। এটি ColorOS 15 অপারেটিং সিস্টেমে চলবে।
OnePlus প্যাড এখন চীনের বাজারে লঞ্চ হয়েছে। এই ট্যাবলেটটিতে একটি 11.6 ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এটির রিফ্রেশ রেট 144 হার্টজ। এই ট্যাবলেটটি 2800 পিক্সেল বাই 2000 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ডিভাইসটির সর্বোচ্চ উজ্জ্বলতা 700 নিট।
এই OnePlus প্যাডে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এদিকে এই ট্যাবলেটটির পিছনেও আপনি একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে একটি 9520mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ট্যাবলেটে 67W ফাস্ট চার্জিং ফিচার আপনি পেয়ে যাবেন। এই ট্যাবলেটটির ওজন 533 গ্রাম।
আরও পড়ুনঃ