১৫ই অক্টোবর লঞ্চ হতে চলেছে Oppo A15 স্মার্টফোন, দেখুন ফিচার ও দাম।
Oppo A15 স্মার্টফোনে রয়েছে ১৩মেগাপিক্সেলের রিয়্যার ট্রিপল ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আকর্ষণীয় ফিচার। ফোনটিকে আগামী কাল অর্থাৎ ১৫ই অক্টোবর ভারতের বাজারে লঞ্চ করা হবে।
Oppo A15 ফোনটির জন্য একটি টিজার পেজ অ্যামাজন ওয়েবসাইট-এ উপলব্ধ করা হয়েছে। ফোনটিকে আগামী কাল দুপুর ১২টা থেকে বিক্রি করা হবে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির মধ্যে কি কি ফিচার রয়েছে।
Oppo A15 ফোন ফিচার
Oppo A15 ফোনটির মধ্যে ৬.৪৫ ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ যুক্ত আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রীন রেজুলসন ৭২০পিক্সেল বাই ১৬০০পিক্সেল এবং ১৯ঃ৯ এস্পেক্ট রেসিও। পাওয়ারের জন্য ফোনটিতে থাকছে ৪২৩০এমএএইচ-এর নন-রিমুভাল ব্যাটারি।
ফোনটির মধ্যে ফ্ল্যাশ লাইট সহ ১৩+০২+০২ মেগাপিক্সেলের মোট তিনটি রিয়ার ক্যামেরা থাকছে। সেলফি এবং ভিডিও কলিং করার জন্য ফোনটির সামনে ০৫মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট (রিয়ার) সেন্সর থাকবে যা দিয়ে ফোনটিকে লক করে রাখা যাবে।
ফোনটি ৩জিবি র্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আসতে চলেছে। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে এবং মিডিয়াটেক হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
Oppo A15 ফোনটিতে ডুয়েল ন্যানো সিম, 4G নেটওয়ার্ক, ৩.৫মিমি অডিও জ্যাক, Bluetooth, GPS, USB Type-C ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। Oppo A15 ফোনটির দাম আশা করছি ১০ হাজার টাকার মধ্যে থাকবে।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
ডিসপ্লে | ৬.৫২ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। |
ক্যামেরা | ১৩+০২+০২ এমপি রিয়্যার এবং ০৫ এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | ৪২৩০এমএএইচ। |
র্যাম | ৩ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ৩২ জিবি |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | মিডিয়াটেক হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
আরও পড়ুনঃ ১০,০০০ টাকার মধ্যে নতুন Moto E7 Plus স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার।