5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneOppoOppo SmartphoneSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech worldTechnology Newstrending tech news

OPPO A2 Pro লঞ্চ হল 64MP ক্যামেরা এবং 12GB RAM সহ, দেখুন দাম ও ফিচার

OPPO A2 Pro ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, ৬৭ ওয়াট ফাস্ট চারজিং সাপোর্ট সহ পাওয়ারফুল ব্যাটারি এবং ১২জিবি পর্যন্ত র‍্যাম।

OPPO A2 Pro Launched with 64MP Camera and 12GB RAM, Check Price & Features

স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওপ্পো তাদের নতুন OPPO A2 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটিকে কোম্পানি তাদের হোম মার্কেট চীনে লঞ্চ করেছে। এই ফোনে আপনি পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা, MediaTek Dimensity 7050 প্রসেসর এবং 12GB RAM পর্যন্ত র‍্যাম। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

চীনের বাজারে OPPO A2 Pro ফোনটিকে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে আনা হয়েছে। ফোনটির বেস মডেলে রয়েছে 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এর দ্বিতীয় ভেরিয়েন্টে দেওয়া হয়েছে 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ফোনটির টপ মডেল 12GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। ফোনটিকে Desert Brown, dusk cloud purple এবং Vast Black কালারে পাওয়া যাবে। ফোনটিকে কবে ভারতের বাজারে আনা হবে সেই সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ Apple Watch 9 Series, Watch Ultra 2 এবং ইয়ারপডস্ ভারতে লঞ্চ হল

OPPO A2 Pro ফোন ফিচার

OPPO A2 Pro 5G ফোনটিতে 2412 পিক্সেল বাই 1080 পিক্সেল স্ক্রীন রেজলিউশন সাপোর্টেড সহ 6.70 ইঞ্চির 3ডি এমোলেড ডিসপ্লে রয়েছে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করবে। এছাড়া 950 নিটস্ ব্রাইটনেস সাপোর্টও রয়েছে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।

সিকুরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরমান্সের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে RAM expansion technology রয়েছে। এর মাধ্যমে ফোনের ফিজিক্যাল RAM এর সঙ্গে 12GB virtual RAM যোগ করা যাবে। যার ফলে এই ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

এই ফোনে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চার যুক্ত ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A2 Pro ফোনে 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এতে Bluetooth 5.3 ভার্সন, Wi-Fi 6, 5G নেটওয়ার্ক, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।

ফিচার
ডিসপ্লে6.70 ইঞ্চির 3ডি এমোলেড ডিসপ্লে
র‍্যাম12GB Ram and 12GB virtual RAM= 24GB RAM
ক্যামেরা৬৪+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
ব্যাটারি5,000mAh-এর ব্যাটারি যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
প্রসেসর এবং অপারেটিং সিস্টেমAndroid 13 অপারেটিং সিস্টেমে চলবে এবং 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর

আরও পড়ুনঃ iPhone 15 এবং iPhone 15 Plus লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ