Oppo তাদের ব্যবহারকারীদের জন্য Oppo A2m নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ব্যবহারকারীদের জন্য Oppo A2m পেশ করেছে। এই নতুন স্মার্টফোন কোম্পানি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 চিপসেটের সাথে এসেছে। কোম্পানি Android 13 ভিত্তিক ColorOS 13.1 অপারেটিং সিস্টেম সহ Oppo A2m স্মার্টফোনকে লঞ্চ করেছে।
Oppo তাদের ব্যবহারকারীদের জন্য একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ব্যবহারকারীদের জন্য Oppo A2m চালু করেছে। Oppo-এর এই স্মার্টফোন নিয়ে প্রথম খবর বেরিয়েছিল সেপ্টেম্বরে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Oppo এর নতুন স্মার্টফোনের দাম এবং ফিচার সম্পর্কিত তথ্য বিস্তারিত ভাবে।
Oppo-এর এই নতুন স্মার্টফোন Oppo A2m চীনে লঞ্চ হয়েছে। কোম্পানি ফোনটির তিনটি ভেরিয়েন্ট নিয়ে এসেছে। ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম 1,499 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 17,000 টাকা)। ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,799 Yuan (ভারতীয় মুদ্রায় প্রায় 20,600 টাকার মত) এবং শীর্ষ ভেরিয়েন্ট ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজের দাম 2,099 Yuan (ভারতীয় মুল্যে প্রায় 24,000 টাকার মত)। গ্রাহকরা স্টারি নাইট ব্ল্যাক এবং ফ্লাইং ফ্রস্ট পার্পল রঙে এই স্মার্টফোন কিনতে পারবেন।
আরও পড়ুনঃ
-
Fire-Boltt Hurricane ওয়াচটিকে ৭,৮০০ টাকা ছাড় দিয়ে মাত্র ১১৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন
-
ভারতের প্রথম স্মার্টওয়াচ Crossbeats Nexus ChatGPT-এর সাথে লঞ্চ হয়েছে, প্রি-বুকিং করা যাবে
Oppo A2m ফোন ফিচার
ওপ্পো এ২এম স্মার্টফোনটিতে ৬.৫৬ ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭২০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই নতুন স্মার্টফোন ওপ্পো এ২এম-এ কোম্পানি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর দিয়েছে। ওপ্পো এ২এম স্মার্টফোনটি 6/8/12GB RAM এবং 128/256GB স্টোরেজ সহ লঞ্চ হয়েছে।
১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ এই স্মার্টফোনটি এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে, যা ১০ ওয়াট তারযুক্ত চার্জিং সাপোর্ট করে।ফোনটি Android 13 ভিত্তিক ColorOS 13.1 অপারেটিং সিস্টেমে চলবে।
আরও পড়ুনঃ