Oppo A57 (2022) স্মার্টফোন লঞ্চ হল খুবই কম দামে, দেখে নিন কি কি ফিচার রয়েছে

Oppo তার Oppo A57 (2022) ফোনটিকে থাই বাজারে লঞ্চ করেছে। চীনের বাজারে Oppo A57 5G মডেল লঞ্চের প্রায় এক মাস পরে ফোনটিকে উন্মোচন করা হয়েছে।

Oppo A57 (2022) Smartphone

আরও পড়ুনঃ iQOO Neo 6 5G দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই

এই ডিভাইসটিতে 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, এবং MediaTek Helio G35 প্রসেসর রয়েছে। এছাড়াও এতে LCD ডিসপ্লে, 13-মেগাপিক্সেল যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Oppo-এর এই নতুন ফোনের দাম, উপলভ্যতা এবং সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Oppo A57 (2022) এর দাম 13,989 টাকা। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। হ্যান্ডসেটটিকে গ্রিন, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন কালারে পাওয়া যাচ্ছে। এই Oppo ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ Vivo Y72 5G ফোনের উপরে পাওয়া যাচ্ছে সীমিত সময়ের অফার, দেখুন কি রয়েছে এর মধ্যে

Oppo A57 (2022) ফোন ফিচার

এই ফোনে 6.56-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1612 পিক্সেল। এতে 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটি Android 12 ভিত্তিক ColorOS 12.1 কাস্টম স্কিনে চলবে। পারফরমান্সের জন্য এতে MediaTek Helio G35 অক্টা-কোর চিপসেট দেওয়া হয়েছে। ওপ্পো এ৫৭ (২০২২) ফোনটি 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। মাইক্রোএসডি কার্ড দিয়ে এই ফোনের স্টোরেজ বাড়ানো যাবে।

সিকুরিটির জন্য এই স্মার্টফোনটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে 4G LTE নেটওয়ার্ক, Wi-Fi, Bluetooth v5.0 ভার্সন, GPS এবং USB Type-C পোর্ট। 

Oppo A57 (2022) ফোনের পিছনে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য ডুয়াল ক্যামেরা সেটআপে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনের সামনে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। ফোনটির ওজন 187 গ্রাম।

Exit mobile version