স্মার্টফোন কোম্পানি Oppo চীনের বাজারে নিয়ে এসেছে নতুন Oppo A58x 5G স্মার্টফোন। এই ফোনটি Oppo A56 5G এর একটি টোন্ড ডাউন ভার্সন যা গত মাসে চীনের বাজারে লঞ্চ হয়েছিল।
Oppo A58x 5G ফোনের রয়েছে 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 600nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া এতে রয়েছে Octa Core MediaTek Dimensity 700 SoC প্রসেসর, যার সাথে Mali-G57 MC2 GPU ।
Oppo A58x 5G এর 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1,200, যা ভারতীয় মুল্যে প্রায় 14,500 টাকার মত। ফোনটিকে Breeze Purple, Starry Sky Black এবং Tranquility Blue কালারে আনা হয়েছে। চীনে এই ফোনের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। ফোনটিকে কবে ভারতের বাজারে আনা হবে সেই সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
Oppo A58x 5G ফোন ফিচার
Oppo A58x 5G ফোনে রয়েছে 6.56-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন 720 পিক্সেল বাই 1,612 পিক্সেল, 90 হার্টজ রিফ্রেশ রেট, এবং 600 নিট পিক ব্রাইটনেস। এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 700 SoC সহ Mali-G57 MC2 দেওয়া হয়েছে।
এই ফোনে 8GB LPDDR4x পর্যন্ত RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। এই ফোনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ও 2 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনের ওজন 186 গ্রাম। ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকুরিটির জন্য এই ফোনে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।
অপারেটিং সিস্টেমের জন্য, এই ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে ColorOS 12.1-এ কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল সিম সাপোর্ট, 5G নেটওয়ার্ক, Bluetooth 5.3 ভার্সন, Wi-Fi, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিমি হেডফোন জ্যাক রয়েছে।