50 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হল OPPO A77s স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Oppo নিয়ে এসেছে নতুন Oppo A77s স্মার্টফোন। ফোনটি গত মাসে লঞ্চ হওয়া Oppo A77 এর নতুন ভেরিয়েন্ট।

Oppo A77s Smartphone
Oppo A77s ফোনে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 680 প্রসেসর এবং 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং একটি সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক Oppo A77s ফোনের দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ Noise X-Fit 2 স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Oppo A77S ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা। ফোনটিকে Starry Black এবং Sunset Orange কালারে পাওয়া যাচ্ছে। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন।

Oppo A77s ফোন ফিচার

Oppo A77s ফোনে 6.56-ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1612 পিক্সেল, 90 হার্টজ রিফ্রেশ রেট, 269 ppi পিক্সেল ডেন্সিটি, 600 nits পিক ব্রাইটনেস এবং 89.8 শতাংশ স্ক্রিন-টু-বডি রেসিও।
 
আরও পড়ুনঃ Gizmore GIZFIT Ultra স্মার্টওয়াচ দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল, দেখুন দাম
 
ফটোগ্রাফির জন্য Oppo A77s ফোনে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আর পেছনে দুটি ক্যামেরা রয়েছে। একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের মনো লেন্স। সামনের এবং পিছনের ক্যামেরা 1080p রেজোলিউশনে ভিডিও রেকর্ড সাপোর্ট করবে।
 
Oppo A77s ফোন পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 680 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিকে 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ ক্রয় করতে পারবেন। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
 
ফোনটি Android 12 ভিত্তিক ColorOS 12.1 অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের এতে রয়েছে 5,000mAh ব্যাটারি, যা 33W সুপারসনিক চার্জিং সাপোর্ট করবে।
সিকুরিটির জন্য এই ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল এবং ধুলাবালি থেকে রক্ষা করার জন্য এতে IPX4 এবং IPX5 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির মধ্যে রয়েছে 4G VOLTE, 4G, 3G, 2G, Wi-Fi, Bluetooth, GPS, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক।

 

Exit mobile version