Oppo তাদের Enco W11 Bluetooth Headset এ দিচ্ছে বিগ ডিস্কাউন্ট অফার।
Oppo তাদের Enco W11 Bluetooth Headset এ দিচ্ছে বিগ ডিস্কাউন্ট অফার। এই ইয়ারফোনকে আপনি ফ্লিপকার্ট থেকে ৫০% অফ দিয়ে কিনতে পারবেন। এটি কোম্পানির সবচেয়ে সস্তা ইয়ারবাডস। তাহলে আসুন জেনে নয়া যাক Oppo Enco W11 Bluetooth Headset সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ ৫০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হতে চলেছে Moto E7 Plus স্মার্টফোন।
Oppo Enco W11 Bluetooth Headset এর দামঃ
এই হেডফোনটির দাম ৩৯৯৯ টাকা। কিন্তু আপনি এটি এখন মাত্র ১৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এটি সাদা রঙে পাওয়া যাচ্ছে। আপনি যদি এটিকে SBI ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় করেন তাহলে ৫% ক্যাশব্যাক পাবেন।
Oppo Enco W11 Bluetooth Headset এর স্পেসিফিকেশনঃ
এই হেডফোনটি ৮ এমএম ড্রাইভার্স এর সাথে এসেছে। এতে Bluetooth 5.0 সাপোর্ট করে।
Enco W11 হেডফোনটি ডাস্ট ও জল প্রতিরোধক। এতে নয়েস রিডাকশন সাপোর্ট করবে। আবার এটিতে ডুয়েল মাইক্রোফোন পাওয়া যাবে। এর Bluetooth এর রেঞ্জ ১০মিটার। এর মাইক্রোফোন ড্রাইভারের সাইজ ৮এমএম।
আরও পড়ুনঃ কোয়াড ক্যামেরা ও ৬০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে Realme C15 স্মার্টফোন।
এই ইয়ারবাডসে ৪০ এমএএইচ ব্যাটারি দিয়েছে। যেটি ফুল চার্জে ৫ ঘন্টা ব্যাকআপ দেবে। আবার ব্যাটারি কেসে ৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যেটি ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। এটি ইউএসবি টাইপ সি পোর্টের সাথে চার্জ হবে। এটি চার্জ হতে ২ ঘণ্টা সময় নেয়।