বাজারে আসছে Oppo F19 Pro স্মার্টফোন 48MP-র কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে
স্মার্টফোন কোম্পানি Oppo আনতে চলেছে নতুন বাজেট স্মার্টফোন Oppo F19 Pro. ফোনটিকে আজ সন্ধ্যা ৭ টা সময় লঞ্চ করা হবে।
Oppo F19 Pro ফোনটিকে অ্যামাজন এবং ফ্লিপকার্ট সাইটে লিস্ট করা হয়েছে। ফোনটির মধ্যে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, MediaTek Helio প্রসেসর, 4310mAh এর ব্যাটারি।
আরও পড়ুনঃ Realme Narzo 30 Pro ফোনটির আজ প্রথম সেল, রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ
আজ সন্ধ্যায় একটি মিউজিক ইভেন্টের মাধ্যমে এই ফোনটিকে লঞ্চ করা হবে। ওপপো ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলের মাধ্যমে লঞ্চ ইভেন্টটি অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে।
Oppo F19 Pro ফোন ফিচার
ওপ্পো F19 Pro ফোনটির মধ্যে থাকছে 6.43 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চহোল Super AMOLED ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন হবে 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল এবং 409ppi পিক্সেল ডেন্সিটি।
ফোনটিতে থাকবে MediaTek Helio P95 প্রসেসর এবং ফোনটি Android v11 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসতে চলেছে। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 25GB পর্যন্ত বাড়ানো যাবে।
আরও পড়ুনঃ দুর্দান্ত ক্যামেরা নিয়ে বাজারে আসতে চলেছে Moto G10 Power এবং Moto G30 স্মার্টফোন
ক্যামেরার কথা বললে, এতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেলের। এছাড়া থাকবে 08 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, 02 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং একটি দেপ্ত সেন্সর।
Get ready for the all-new #OPPOF19ProSeries! It’s making the coolest entrance with @NUCLEYA in the #FlauntYourNights Music Event on 8th March. Watch this space for more updates.
Get notified: https://t.co/LFsx0iod05 pic.twitter.com/bK3jaDJsbj— OPPO India (@oppomobileindia) March 3, 2021
সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনে থাকবে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। পাওয়ারের জন্য এতে থাকবে 4310mAh এর ব্যাটারি। যা v4.0, 50W ফাস্ট চারজিং সাপোর্ট করবে। চারজিং এর জন্য থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট।
এই ডুয়েল সিম সাপোর্টেড ফোনটির স্ক্রীন-এ থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে 4G নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi, 3.5mm অডিও জ্যাক, Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope ইত্যাদি ফিচার থাকবে।
Oppo F19 Pro Price- ফোনটির দাম সম্পর্কে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এর ফিচার দেখে মনে হচ্ছে ফোনটির 21 থেকে 22 হাজার টাকার মধ্যে থাকবে। ফোনটিকে অ্যামাজন ও ফ্লিপকার্ট সাইট থেকে ক্রয় করা যাবে।
আরও পড়ুনঃ ১০ হাজার টাকার কমে লঞ্চ হল Realme C21 স্মার্টফোন, রয়েছে শক্তিশালী ব্যাটারি।