5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneOppoOppo SmartphoneSmartphonetech news todaytech worldtrending tech news
Oppo Find N2 Flip স্মার্টফোন লঞ্চ হল দুর্দান্ত ফিচারের সাথে, দেখুন দাম
স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওপ্পো বাজারে নিয়ে এসেছে Oppo Find N2 Flip স্মার্টফোন। ফোনটির মধ্যে রয়েছে দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন।
Oppo Find N2 Flip ফোনটিকে আপনারা এবারা থেকে 16GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে ক্রয় করতে পারবেন। জানিয়ে রাখি যে, এর আগে Oppo Find N2 Flip ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে চীনে উপলব্ধ ছিল। যেগুলি হল 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB ARM ও 256GB ইন্টারনাল স্টোরেজ।
অপ্পো Find N2 Flip স্মার্টফোনের 16GB RAM ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6999 ইউয়ান (যা ভারতীয় মুদ্রায় প্রায় 84300 টাকার মত)। আবার ফোনটির 8GB RAM ও 256GB স্টোরেজ এবং 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 5999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 72200 টাকার মত) ও 6399 ইউয়ান (আমাদের দেশে প্রায় 77100 টাকা)।
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে
Oppo Find N2 Flip ফোন ফিচার
- Find N2 Flip ফোনে 6.8-ইঞ্চির ফুল এইচডি প্লাস E6 AMOLED প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা 1 থেকে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, DCI P3 কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সাপোর্ট দেওয়া হয়েছে।
- এর সেকেন্ডারি ডিসপ্লের সাইজ 3.26-ইঞ্চির। যা OLED ডিসপ্লে, যা 720 পিক্সেল রেজোলিউশন এবং 60 হার্টজ রিফ্রেশ রেট।
- অপ্পো Find N2 Flip ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং Hasselblad ব্র্যান্ডিং সমর্থিত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
- প্রাইমারি ডিসপ্লের উপরি ভাগে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
- পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছ Mali G10 MC10 GPU এবং MediaTek Dimensity 9000+ প্রসেসর। ফোনটি Android 13 ভিত্তিক কালারওএস 13 কাস্টম স্কিন এ চলবে।
- এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44W সুপারভোক ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4300mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে।
- সিকুরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।
- এই ফোনের ওজন 191 গ্রাম।