Oppo Find N2 Flip ফোনটিকে আপনারা এবারা থেকে 16GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে ক্রয় করতে পারবেন। জানিয়ে রাখি যে, এর আগে Oppo Find N2 Flip ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে চীনে উপলব্ধ ছিল। যেগুলি হল 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB ARM ও 256GB ইন্টারনাল স্টোরেজ।
অপ্পো Find N2 Flip স্মার্টফোনের 16GB RAM ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6999 ইউয়ান (যা ভারতীয় মুদ্রায় প্রায় 84300 টাকার মত)। আবার ফোনটির 8GB RAM ও 256GB স্টোরেজ এবং 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 5999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 72200 টাকার মত) ও 6399 ইউয়ান (আমাদের দেশে প্রায় 77100 টাকা)।
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে
Oppo Find N2 Flip ফোন ফিচার
- Find N2 Flip ফোনে 6.8-ইঞ্চির ফুল এইচডি প্লাস E6 AMOLED প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা 1 থেকে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, DCI P3 কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সাপোর্ট দেওয়া হয়েছে।
- এর সেকেন্ডারি ডিসপ্লের সাইজ 3.26-ইঞ্চির। যা OLED ডিসপ্লে, যা 720 পিক্সেল রেজোলিউশন এবং 60 হার্টজ রিফ্রেশ রেট।
- অপ্পো Find N2 Flip ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং Hasselblad ব্র্যান্ডিং সমর্থিত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
- প্রাইমারি ডিসপ্লের উপরি ভাগে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
- পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছ Mali G10 MC10 GPU এবং MediaTek Dimensity 9000+ প্রসেসর। ফোনটি Android 13 ভিত্তিক কালারওএস 13 কাস্টম স্কিন এ চলবে।
- এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44W সুপারভোক ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4300mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে।
- সিকুরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।
- এই ফোনের ওজন 191 গ্রাম।