Oppo Find N3 Flip- 50MP ক্যামেরা এবং 12GB RAM ফোনে বাম্পার ডিস্কাউন্ট অফার, ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
কোম্পানি ৯৪,৯৯৯ টাকায় Oppo Find N3 Flip লঞ্চ করেছে। Oppo-এর নতুন ফোন Oppo Find N3 Flip গতকাল থেকে বিক্রি হচ্ছে।
কোম্পানি ৯৪৯৯৯ টাকায় Oppo Find N3 Flip স্মার্টফোন লঞ্চ করেছে। Oppo-এর নতুন লঞ্চ স্মার্টফোন Oppo Find N3 Flip প্রথম সেলেই হয়েছে। Oppo-এর নতুন ফ্লিপ ফোন এখন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। আসলে Oppo Find N3 Flip বিক্রি হয়েছে গতকালই। কোম্পানি এই নতুন ফোনে আকর্ষণীয় ডিল দিচ্ছে।
কোম্পানি ১২ মাস EMI-এ ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ কেনার সুযোগ দিচ্ছে। এছাড়াও আপনি এই ফোনে ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। কোম্পানি অতিরিক্ত এক্সচেঞ্জ আপগ্রেড বোনাস আকারে গ্রাহকদের ৮০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।
ব্যাঙ্ক অফারে, আপনি SBI ক্রেডিট কার্ড দিয়ে ফোনটিকে কিনলে ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। আপনি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI-এ ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ কিনলে, আপনি ১২৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। Kotak Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোন কেনার ক্ষেত্রে, আপনি EMI লেনদেনে অতিরিক্ত ৫০০ টাকা ছাড় রয়েছে। আপনি এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ফোনটিকে কিনলে, আপনি সর্বোচ্চ ৪৭১৫০ টাকা ছাড় পেতে পারেন। ফোনটিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Oppo.com থেকে কেনা যাবে। এছাড়াও আপনি এই ফোনটিকে Flipkart থেকেও কিনতে পারবেন।
আরও পড়ুনঃ
Okaya Motofaast ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ১৩০কিমি রেঞ্জ সহ, ২৫০০ টাকায় বাড়ি নিয়ে আসুন
Fire-Boltt Ninja Calling Pro Plus স্মার্টওয়াচে ৮৭% ছাড়, দেখুন দাম ও ফিচার
Oppo Find N3 Flip ফোন ফিচার
এই ফোনে আপনি পেয়ে যাবেন ৬.৮ ইঞ্চির ফুল এইচডি এমোলেড ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ২৫২০ বাই ১০৮০ পিক্সেল এবং ১২০ হার্টজ রিফ্রেস রেট। পারফরমান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। সিকুরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
র্যাম এবং স্টোরেজ এর জন্য এতে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন ৫০+৪৮+৩২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য পেয়ে যাবেন ৪৩০০এমএএইচ এর ব্যাটারি। সেন্সর হিসাবে রয়েছে Geomagnetic Sensor, Light Sensor, Proximity Sensor, In Display Optical Sensor, Acceleration Sensor, Gravity Sensor, Gyroscope, Step Counting ইত্যাদি।
আরও পড়ুনঃ
Okaya Motofaast ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ১৩০কিমি রেঞ্জ সহ, ২৫০০ টাকায় বাড়ি নিয়ে আসুন
Fire-Boltt Ninja Calling Pro Plus স্মার্টওয়াচে ৮৭% ছাড়, দেখুন দাম ও ফিচার