OPPO Pad 3 Pro 9510mAh ব্যাটারি, 12GB RAM এবং 12-ইঞ্চি 3K 144Hz ডিসপ্লে সহ বিশ্বব্যাপী লঞ্চ হয়েছে, স্পেসিফিকেশন জানুন
OPPO Pad 3 Pro এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন
OPPO কোম্পানি তাদের OPPO Find X8 এবং OPPO Find X8 Pro স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে লঞ্চ করেছে। কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে নতুন OPPO Pad 3 Pro ট্যাবলেট বিশ্ববাজারে পেশ করেছে। এই ট্যাবলেটটি 12GB RAM এবং শক্তিশালী 9,510mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। তাহলে চলুন একনজরে দেখে নেওয়া যাক এই OPPO Pad 3 Pro ট্যাবলেটের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।
বৈশ্বিক বাজারে, এই OPPO Pad 3 Pro ট্যাবলেটটি 256GB ইন্টারনাল স্টোরেজ বিকল্পে 12GB RAM সহ লঞ্চ হয়েছে। এই ট্যাবলেটটির দাম রাখা হয়েছে 599.99 ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় 53,500 টাকার মত। কোম্পানি এই ট্যাবলেটের সাথে 31 ডিসেম্বর অবধি বিনামূল্যে পেনসিল 2 প্রো স্টাইলাস এবং স্মার্ট কীবোর্ড দেবে।
OPPO Pad 3 Pro এর স্পেসিফিকেশন
- 12.1″ 3K 144Hz Display
- 12GB RAM + 256GB Storage
- Snapdragon 8 Gen 3
- 13MP Back Camera
- 8MP Front Camera
- 9,510mAh battery
- 67W SuperVOOC charge
নতুন OPPO Pad 3 Pro ট্যাবলেটটি 3200 পিক্সেল বাই 2120 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে 12.1-ইঞ্চির 3K ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। এই স্ক্রিনে 144 হার্টজ রিফ্রেশ রেট, 540 হার্টজ স্যাম্পলিং রেট এবং 900nits পিক ব্রাইটনেস সহ ডলবি ভিশন ও ইন্টেলিজেন্ট আই কেয়ার ফিচার রয়েছে।
এই OPPO Pad 3 Pro ট্যাবলেটটি Android 15 এবং ColorOS 14.1 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হয়েছে। পারফরম্যান্সের জন্য, এই ট্যাবলেটটিতে আপনি পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে যা 3.4Hz ক্লক স্পিড 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। গ্রাফিক্সের জন্য এতে রয়েছে Adreno 750 GPU।
ট্যাবলেটটি 12GB RAM সহ বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এটিতে LPDDR5X RAM দেওয়া হয়েছে। এদিকে ডেটা এবং ফাইল সংরক্ষণের জন্য, এই ট্যাবলেটটিতে 256GB ইন্টারনাল স্টোরেজ সহ UFS 3.1 ROM ফিচার যুক্ত করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য আপনি এই OPPO Pad 3 Pro ট্যাবের পিছনের প্যানেলে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন। সেলফি এবং ভিডিও করার জন্য, এতে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই OPPO Pad 3 Pro ট্যাবে শক্তিশালী 9,510mAh-এর ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। কোম্পানির বিবৃতি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই ট্যাবে ভিডিও একটানা ১২ ঘণ্টা দেখা যাবে।
কোম্পানি এই Oppo ট্যাবলেটের সঙ্গে Pencil 2 Pro স্টাইলাস উপহার দিচ্ছে। গান উপভোগ করার জন্য এতে রয়েছে ৬টি স্পিকার। কানেক্টিভিটির জন্য, এই ট্যাবে Wi-Fi 7 ভার্সন, Bluetooth 5.4 ভার্সন, NFC এবং 5G নেটওয়ার্ক দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ